বছর খানেক আগেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র এক ধরণের প্রোডাক্টের পেছনেই তাদের শ্রম প্রয়োগ করলেও, বর্তমানে মর্ডার্ন যুগে কোম্পানিগুলো বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট ভ্যারিয়েশনের সমন্বয়ে নিজেদের ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। বিশেষ করে চাইনিজ টেক জায়ান্টগুলো। শাওমি, অপ্পো, হুয়াওয়ে সহ বিভিন্ন ম্যানুফ্যাকচারার স্মার্টফোনের পাশাপাশি এতদিন তাদের গ্যাজেট ও ইকোসিস্টেম দিয়ে বাজার দখল করে রাখলেও এই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে রিয়ালমিও।
এইতো কিছুদিন আগেও রিয়ালমি লঞ্চ করেছে তাদের বেশ কিছু আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রোডাক্ট। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গিজমোচায়নার এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামী অক্টোবরের ৭ ও ৯ তারিখ পরপর ৯টি নতুন প্রোডাক্ট লঞ্চ করার পরিকল্পনা করছে রিয়ালমি। আগামী যেসব প্রোডাক্ট লঞ্চ করতে হচ্ছে রিয়ালমি, সেসব পণ্যের একটি তালিকা প্রকাশ করেছে নির্ভরযোগ্য টিপ্সটার অভিষেক যাদব ও মুকুল শর্মা।
- Realme 7 Pro SE
- Realme Buds Air Pro
- Realme Buds Wireless
- Realme Watch S
- Realme Toothbrush
- Realme Smart Plug
- Realme 360 Security Camera
- Realme TV 4K 55″
- Realme Soundbar
যদি চলতি বছরের IFA 2020 ইভেন্টেই নতুন এই প্রোডাক্টগুলোর অ্যানাউন্সমেন্ট করেছিল। তবে ডিভাইজগুলোর দাম ও স্পেসিফিকেশন নিয়ে খুব বেশি তথ্য দেয়নি রিয়ালমি। সুতরাং ধারণা করা হচ্ছে, আসন্ন ৭ ও ৯ তারিখের ইভেন্টেই এই পণ্যগুলো আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করবে রিয়ালমি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment