সর্বাধিক মোবাইল অ্যাপস ও গেইমসের সমারোহে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ মার্কেট প্লেস হিসেবে জায়গা করে নিয়েছে গুগল প্লে স্টোর। প্লাটফর্মটিতে অনেক অ্যাপস এবং গেইমস আছে যা আমাদের দৈনন্দিন জীবনের কাজকে আরো সহজ করে তোলে, অন্যদিকে কিছু এমন অ্যাপসও আছে যা আমাদের ভোগান্তি বাড়ায় ডিজিটাল নিরাপত্তার ব্যাঘাত ঘটিয়ে। যেমন কিছুদিন আগেই সন্ধান মিলেছিল ‘জোকার’ মালওয়্যারের আক্রান্ত বেশ কিছু অ্যাপসের। যদিও ক্ষতিকারক এই অ্যাপগুলো ইতোমধ্যে প্লে স্টোর সরিয়ে নিয়েছে গুগল।
তবে সম্প্রতি আরও বেশ কিছু মারাত্মক অ্যাপস খুঁজে পেয়েছে ডিজিটাল সুরক্ষা সংস্থা, ‘সোফস’। বলা হয়েছে ঝুঁকিপূর্ণ এই ফ্লিসওয়্যার অ্যাপগুলো ইউজারদের ব্যয়বহুল সাবস্ক্রিপশন পরিষেবার জন্য কৌশলে সাইন-ইন করার অনুরোধ করছে। এমনি পরিষেবাগুলোর টার্মস এন্ড কন্ডিশন আড়াল করে ইউজারদের অজান্তেই কয়েকশো ডলারের অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারে। সোফোসের প্রতিবেদন অনুসারে, তারা এধরণের ২০টি ক্ষতিকর অ্যাপ শনাক্ত করতে পেরেছেন, যার মধ্যে ৬টি অ্যাপ ইতোমধ্যে প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছে। তবে বাকি ১৪টি অ্যাপ এখনো উপলব্ধ রয়েছে প্লে স্টোরে।
ঝুঁকিপূর্ণ ১৪টি ফ্লিসওয়্যার অ্যাপ;
- Compress Video
- Dynamic Wallpaper
- Gametris Wallpaper
- MojiFont
- Montage – Help you make cool videos
- My Replica 2
- Old Me- Simulate Old Face
- Photo Converter
- Prank Call: Fake celebrity call
- Recover deleted photos, Photo Backup
- Search by Image: Image Search – Smart Search
- Video Magician
- Xsleep
- Zynoa Wallpaper
মজার ব্যাপার হচ্ছ, উপরোক্ত অনেকগুলো অ্যাপেরই ১ মিলিয়নের ওপর ডাউনলোড রয়েছে। ঝুঁকিপূর্ণ ১৪টি এই ফ্লিসওয়্যার অ্যাপগুলো থেকে বেঁচে থাকার পরামর্শ দিয়েছে বিশ্লেষকরা। যদি আপনার ফোনে উল্লেখিত অ্যাপগুলো ইন্সটল থেকে থাকে, তবে এখনই এগুলো ডিলিট করে দিন এবং সুরক্ষিত রাখুন নিজেকে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment