ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষায় হোয়াটসঅ্যাপের বেশ সুনাম আছে। তবে ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি গ্রাহকদের নিরাপত্তার জন্য আরো নতুন নতুন ফিচার পরীক্ষা করছে, যা জনপ্রিয় এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্মটিকে আরো নির্ভরযোগ্য করে তুলবে। কিছু দিন আগে WABetaInfo জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যা একটি নির্দিষ্ট সময়ের পর চ্যাটের মিডিয়া ফাইলগুলো স্বয়ংক্রিয় ভাবে মুছে ফেলবে।
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটির নাম হবে “ভিউ ওয়ান্স” অথবা “সেল্ফ-ডিস্ট্রাক্টিভ ম্যাসেজ”। তাছাড় সম্প্রতি অনলাইনে লিক হওয়া তথ্য থাকে গিয়েছে, “সেল্ফ-ডিস্ট্রাক্টিভ ম্যাসেজ” ফিচারটির মাধ্যমে টেম্পোরারি বেসিসে মিডিয়া ফাইল শেয়ার করতে পারবেন ইউজাররা। নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য ফাইল পাঠানোর পূর্বে ডেডিকেটেড টাইমার আইকনে ট্যাপ করে একটি টাইমার সেট করতে পারবেন সেন্ডার, যা একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে রিমুভ হয়ে যাবে।
রিসিপেন্ট অর্থাৎ প্রাপক ইউজার, ওই মিডিয়া ফাইলগুলো একবার দেখার পর যখনই চ্যাট উইন্ডো থেকে বেরিয়ে আসবেন, তখনই ওই ফাইলগুলো পুরোপুরি মুছে যাবে। ফলে আলাদাভাবে সেগুলোকে ডিলিট করার প্রয়োজন হবেনা। এছাড়া মিডিয়া ফাইল টাইমার এক্সপায়ার হয়ে গেলে ইউজাররা একটি মেসেজ দেখতে পাবেন। যেখানে লেখা থাকবে “View Once photo expired”।


তাছাড়া এ সময় যদি কোনো ম্যাসেজের স্ক্রিনশট ও রাখা হয় তবে তার নোটিফিকেশনও চলে যাবে যে ম্যাসেজ পাঠিয়েছে তার কাছে। এর আগে স্ন্যাপচ্যাটে এরকম একটি ফিচার আনা হয়েছিলো। ইতিমধ্যে এই ফিচারটি পরীক্ষামূলক ভাবে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে রোল-আউট করা হয়েছে। ইতিবাচক সারা পেলে শীগ্রই এর মূল আ্যাপেও যোগ হবে নতুন এই ফিচারটি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment