চলতি মাসেই রিয়ালমি ভারতে লঞ্চ করেছিল Realme 7 সিরিজের নতুন দুটি স্মার্টফোন Realme 7 ও Realme 7 Pro। এরই ধারাবাহিকতায় খবর পাওয়া গিয়েছে, ফোন দুটির রেশ কাটতে না কাটতেই Realme 7 সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে রিয়ালমি। সম্প্রতি টুইটারে একটি নতুন রিয়ালমি স্মার্টফোনের অফিশিয়াল টিজার পোস্ট করেছেন রিয়ালমি ইন্ডিয়া সিইও মাধব শেঠ।
ধারণা করা হচ্ছে, রিয়ালমি আপকামিং এই স্মার্টফোনটি হতে পারে Realme 7 সিরিজের নতুন সদস্য Realme 7 Pro SE। অনলাইনে লিক হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই ফোনটিতে থাকবে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটআপ। যা অনেকটাই ইন্দোনেশিয়াতে সম্প্রতি লঞ্চ হওয়া Realme 7i এর অনুরূপ। তাছাড়া পেছন দিক থেকে ফোনটির অরোরা গ্রীন কালার ভ্যারিয়েন্ট ও ব্যাক ক্যামেরা মডিউল পুরোপুরি Realme 7i এর মতোই দেখতে।
সুতরাং ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া Realme 7i এর রিব্র্যান্ডেড ভার্সন হয়ে ভারতে লঞ্চ হতে পারে Realme 7 Pro SE স্মার্টফোনটি। এদিকে জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মাও (@stufflistings) বিষয়টি টুইটে নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, স্মার্টফোনের পাশাপাশি ভারতে শীগ্রই আসছে রিয়ালমির আরও কিছু নতুন ইকোসিস্টেম প্রোডাক্ট। যেমনঃ Realme Buds Air Pr,o Realme Buds Wireless, Realme Watch S, Realme Toothbrush, Realme Smart Plug, Realme 360 Security Camera, Realme TV 4K 55″ এবং Realme Soundbar।
যদিও আসন্ন Realme 7 Pro SE নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত। প্রসঙ্গক্রমে, ইন্দোনেশিয়াতে লঞ্চ হওয়া Realme 7i’তে রয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট, ৯০ হার্জ ৬.৫ ইঞ্চ এইচডি+ ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment