রেডমি নোট সিরিজের ব্যাপক জনপ্রিয়তায় মিডরেঞ্জ সেগমেন্টে বহুদিন ধরেই শীর্ষ স্থান দখল করে রেখেছ চাইনিজ টেক জায়ান্ট শাওমি। এরই ধারাবাহিকতায় গতমাসে চাইনিজ মোবাইল সার্টিফিকেশন প্লাটফর্ম টেনায় লিস্টিং হয়েছিল এনএফসি ও এসএ সাপোর্টেড রেডমির একটি নতুন স্মার্টফোন। তখন অনেকেই ধারনা করছিলেন শাওমির নতুন এই স্মার্টফোনটি হতে পারে Redmi Note 10 5G। কিন্তু এখন পর্যন্ত এনিয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।
তবে সম্প্রতি গিজমোচায়নার এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে আপকামিং Redmi Note 10 স্মার্টফোনটিতে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৫০ চিপসেট। তাছাড়া কিছুদিন আগেই আমরা জানিয়েছিলাম, Gauguin এবং Gauguin Pro কোডনেমের দুটি ফোনের ওপর কাজ করছে শাওমি। যার একটির মডেল নম্বর M2007J17C। সম্প্রতি এই মডেল নম্বরকে আমেরিকান সার্টিফিকেশন সাইট FCC তে দেখা গেছে এবং জানা গেছে এই ফোনের নাম হবে Mi 10T Lite।
এছাড়া নির্ভরযোগ্য টিপ্সটার ‘অভিষেক যাদব’ নিশ্চিত করেছেন, Mi 10T Lite কেই চীনে লঞ্চ করা হতে পারে Redmi Note 10 নামে, তথা রিব্র্যান্ডেড করে। শুধু চীনেই নয়, বাংলাদেশ – ভারত সহ উপমহাদেশীয় অঞ্চলগুলোতেও Mi 10T Lite ফোনটি লঞ্চ হতে পারে Redmi Note 10 নামে । তাছাড়া ‘অভিষেক যাদব’ আরও জানিয়েছেন, শাওমির আপকামিং এই স্মার্টফোনটিতে থাকবে ৪,৮২০ এমএএইচ ব্যাটারি।
এদিকে সম্প্রতি বিআইএস সার্টিফিকেশন প্লাটফর্ম থেকে জানা গিয়েছে, Note 10 সিরিজের অধীনে দুটি নতুন ডিভাইজ লঞ্চ করবে শাওমি; Redmi Note 10 5G ও Redmi Note 10 Pro 5G। রিউমার অনুযায়ী, আসন্ন Note 10 5G’তে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৭৫০জি, অন্যদিকে Note 10 Pro 5G’তে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০ চিপসেট। ফোনদুটি সম্পর্কে আপাতত খুব বেশি তথ্য পাওয়া না গেলেও ধারনা করা হচ্ছে আগামী মাসের মধ্যেই বিস্তারিত পাওয়া যাবে Note 10 সিরিজের।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment