সম্প্রতি কোয়ালকম অ্যানাউন্স করেছে তাদের আপার-মিডরেঞ্জ সিরিজ স্ন্যাপড্রাগন ৭০০ লাইনআপের নতুন চিপসেট Snapdragon 750G। কোয়ালকমের জনিয়েছে, ৮ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন ৭৩০জি এবং ৭৬৫জি এর মাঝের শুন্যস্থান পূরণ করবে Snapdragon 750G চিপসেটটি। নতুন এই চিপসেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমেই নিজস্ব এক্স৫২ মডেম, যা ৫জি কানেক্টিভিটির পাশাপাশি সাব-৬ গিগাহার্জ ওয়াইফাই সাপোর্টেড। যার ফলে এতে সর্বোচ্চ ৩.৭ জিবিপিএস ডাউনলোড স্পিড পাওয়া যাবে।
Snapdragon 750G‘তে আরও থাকছে অক্টা-কোর ক্রায়ো ৫৭০ কোর, যার ক্লক স্পিড ২.২ গিগাহার্জ। যা স্ন্যাপড্রাগন ৭৩০জি এর থেকে ২০% বেশি প্রসেসিং পাওয়ায় দিতে সক্ষম। জিপিইউ হিসেবে এতে রয়েছে আ্যড্রেনো ৬১৯, যা স্ন্যাপড্রাগন ৭৩০জি এর আ্যড্রেনো ৬১৮ এর তুলনায় ১০% ফাস্টর। তাছাড়া নতুন এই চিপসেটটিতেও রয়েছে বিল্ট ইন এলিট গেমিং ফিচার, যা গেম খেলার সময় ল্যাটেন্সি কমানো কিংবা সিপিউ বুস্টিংয়ের মতো কাজগুলো আরও স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে।
Snapdragon 750G এর এআই ইঞ্জিনেও বেশ কিছু ইম্প্রুভমেন্ট এনেছে কোয়ালকম। এর নিউরাল ইঞ্জিন এখন একটি মাইক দিয়েই আগের থেকে আরো ভালো নয়েজ ক্যান্সেল করতে সক্ষম। তাছাড়া এর ভয়েস রিকগনিশনও আগের থেকে উন্নত হয়েছে এমনটাই দাবি কোয়ালকমের। ক্যামেরা সেকশনে নতুন চিপসেটটিতে কোয়ালকম ব্যাবহার করেছে স্পেকট্রা ৩৫৫ ইমেজ প্রোসেসিং ইউনিট, যা ১০ বিট ভিডিও রেকর্ডিং বা লাইভ ভিডিও বোকেহ সাপোর্টেড।
স্ন্যাপড্রাগন ৭৫০জি এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফুল এইচডি ১২০ হার্জ অথবা কিউএইচডি ৬০ হার্জ সাপোর্ট। ন্যাভিগেশন সিস্টেমে অন্যান্যদের সাথে ভারতে আ্যানাউন্স হওয়া ন্যাভিক সাপোর্ট ও যুক্ত করা হয়েছে এতে। ইতিমধ্যে শাওমি ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই তারা স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট যুক্ত স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে শীগ্রই।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment