২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই পাঁচ দিন কোনো কোনো ক্ষত্রে রাজধানীসহ সারাদেশে ইন্টারনেট স্পীড ধীরগতির হতে পারে। সাবমেরিন ক্যাবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামত কাজের জন্য এই সমস্যা হতে পারে। এ সময় গ্রাহকরা ইন্টারনেটের গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম পেতে পারেন। গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া দেশীয় ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সংগঠন আইএসপিএবি’র সম্পাদক ইমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
আইএসপিএবি নিশ্চিত করেছে, বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলের মধ্যে কোনোটিরই সমস্যা হয়নি। ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হওয়া ভারতীয় এয়ারটেলের পরিচালনায় থাকা একটি সাবমেরিন মেরামত করা হচ্ছে। তাই ভিন দেশি এই সাবমেরিন ক্যাবলের সাথে কয়েকটি আইআইজি প্রতিষ্ঠান লিংক থাকায় এতে সমস্যা হলে তা মেরামতের প্রয়োজন পড়ায় বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকেরা সমস্যা হতে পারেন।
আইএসপিএবি’র সম্পাদক ইমদাদুল হক আরো জানান, বাংলাদেশের সর্বপ্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে দেশের কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প ট্রান্সমিশন লিংক হিসেবে ভারতের চেন্নাই টু টুয়াজ (সিঙ্গাপুর) রুটের সঙ্গে সংযুক্ত হয়। এই রুটের লিংকের কিছু কিছু সার্কিট মেরামত কাজ চলার কথা সোমবার (২৬ অক্টোবর) থেকে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত। এই সময়কালে দেশের যেসব আইআইজি ওই রুট ব্যবহার করে তাদের ইন্টারনেটের গতি কিছুটা কমতে পারে। বাকিদের সমস্যা হওয়ার সম্ভাবনা কম।
বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’-এ যুক্ত হয় ২০০৫ সালে। এরপর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয় বাংলাদেশে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতে, দেশে ১০ কোটির বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। রিপোর্ট, অনুযায়ী দিনকে দিনকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বেড়েই চলেছে ইন্টারনেট ইউজারের সংখ্যা।
বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment