দীর্ঘ ৩ বছর বছর বিরতি দিয়ে আবার বাজারে ফিরে আসার ঘোষণা দিয়েছে ভারতীয় জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। কিছু দিন আগেই জানা গিয়েছে নতুন “in” সিরিজ দিয়ে ভারতে আবার যাত্রা শুরু করতে যাচ্ছে মাইক্রোম্যাক্স। আগামী ৩ নভেম্বর ভারতে উন্মোচন করা হতে পারে “in” সিরিজের প্রথম দুটি স্মার্টফোন Micromax IN 1 ও Micromax IN 1a। ইতোমধ্যেই অনলাইনে বেশ কিছু ওয়েবসাইটে লিক হয়েছে মাইক্রোম্যাক্সের আপকামিং স্মার্টফনের বেশ কিছু গুত্বপূর্ণ তথ্য।
লিক হওয়া তথ্য অনুযায়ী, মাইক্রোম্যাক্সের আকামিং Micromax IN 1a ফোনটিতে থাকবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, এবং ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনটির পেছনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ভারতে Micromax IN 1a ফোনটির দাম হতে পারে ১৫,০০০ হাজার রুপির কাছাকছি।
এছাড়া মাইক্রোম্যাক্স সম্প্রতি একটি শর্ট ভিডিও ক্লিপ শেয়ার করে, যেখানে বলা হয়েছে “aao karein cheeni kum” যা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় “আসো চিনি কমিয়ে দেই”। ধারণা করা হচ্ছে এই বার্তায় ভারতে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডকে বয়কট করার একটি সূক্ষ্ম মেসেজ রয়েছে। কেননা হিন্দিতে “চিনি” বলতে চীন থেকে আসা কোনো প্রোডাক্টও বুঝায়। এর পাশাপাশি হ্যাশট্যাগে লেখা হয়েছে ‘আত্মনির্ভর ভারত’ যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বনির্ভর ভারত গড়ে তোলার একটি ক্যাম্পেইন।
২০২০ সালের জুনে ভারত ও চীনের সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতে চীনবিরোধী মনোভাব সৃষ্টি হতে থাকে, আর এই ইস্যুকে কেন্দ্র করে ভারতীয়দের জন্য মাইক্রোম্যাক্স বাজারে পুনঃ পদার্পন করার প্রতিশ্রুতি দিয়েছে। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা রাহূল শর্মা একটি ভিডিও ক্লিপে মাইক্রোম্যাক্সের ফিরে আসার ব্যাপারে এ কথা জানান। তবে এখন দেখার বিষয় হচ্ছে ভারতের আদৌ চীনা ব্র্যান্ডগুলোর বাজার দখল করতে পারে কিনা মাইক্রোম্যাক্স। কেননা, বিগত কয়েক বছরে ভারতের বাজারে শাওমি-রিয়ালমি সহ বেশ কিছু চীনা ব্র্যান্ড আসার পরই প্রতিযোগিতা থেকে ছিটকে পরেছিলো মাইক্রোম্যাক্স।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment