গত ২২ অক্টোবর চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়ে লঞ্চ করেছে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ Huawei Mate 40 সিরিজ। সম্ভবত এটিই হুয়াওয়ের হাইসিলিকোন কিরিন চিপসেট যুক্ত সর্বশেষ স্মার্টফোন। কেননা চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের জেরে বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে সম্পর্কচ্ছেদ হয়েছে হুয়াওয়ের। এতে করে আগামীতে নিজেদের হাইসিলিকোন কিরিন চিপসেট উৎপাদনে বাধার সম্মুখীন হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এমনকি চিপসেট তৈরীতে কাঁচামাল সংগ্রহে সংকট দেখা দিলে আগামী দিনে চিপসেট উৎপাদন বন্ধও করে দিতে পারে হুয়াওয়ে।
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার এর চ্যালেঞ্জিং নিয়ে Huawei Mate 40 সিরিজ লঞ্চ ইভেন্ট শেষ প্রেস কনফারেন্স আলোচনা করেছিলেন হুয়াওয়ের নির্বাহী পরিচালক ‘রিচার্ড ইয়ু’। তার মতে, গত বছর হঠাৎ মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে হুয়াওয়ে। রিচার্ড বলেন, হুয়াওয়েই একমাত্র প্রতিষ্ঠান যারা স্মার্টফোন মার্কেটে স্যামসাংকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের আধিপত্য ছিনিয়ে নেওয়ার সামর্থ রাখে। কিন্তু মার্কিন অবরোধ হুয়াওয়ের অগ্রযাত্রাকে অনেকটা পিছিয়ে দিয়েছে।
এছাড়া হুয়াওয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রিচার্ড ইয়ু আরো বলেন, “যত বাধাই আসুক, যত খারাপ সময়ই আসুক, হুয়াওয়ে সবসময় নিজেদের টেকনোলোজিক্যাল ইনোভেশন চালিয়ে যাবে গ্রাহকদের জন্য সেরা প্রযুক্তি ও উদ্ভাবন এনে দিতে, যা তাদের জীবনযাত্রা আরও উন্নত করতে ভূমিকা রাখবে। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে যাবো। যারা এতদিন হুয়াওয়ের পাশে ছিলেন, তাদের কাছ থেকে আরও বেশি সাপোর্ট আশা করছে। সকলকে ধন্যবাদ।”
হুয়াওয়ে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে মার্কিন সরকারকে কটাক্ষ করে রিচার্ড ইয়ু বলেন, “আঙ্কেল স্যাম” এর ভয়ে এখন আমরা চীনে গৃহবন্দী হয়ে পড়েছি। তিনি মনে করেন, নিষেধাজ্ঞার কারণে শুধু স্মার্টফোন ব্যবসাই নয়, অন্যান্য বিভাগেও ক্ষতিগ্রস্থ হয়েছে হুয়াওয়ে। বিশেষ করে ৫জি নেটওয়ার্কে বিনিয়োগ করতে পারছে না প্রতিষ্ঠানটি। তাছাড়া স্মার্টফোন ব্যাবসাও অনেক দেশেই সীমিত আকারে নামিয়ে আনছে হুয়াওয়ে, আর এ সুযোগ কাজে লাগিয়ে স্যামসাং আরও এগিয়ে যেতে পারে।
বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment