সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেট জগতে একক আধিপত্য ধরে রেখেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। অনেক চেষ্টা করেও গুগলের বিপরীতে টিকে থাকতে ব্যর্থ হচ্ছে ইয়াহু, বিং, ডাকডাকগোর মতো অন্যান্য সার্চ ইঞ্জিন অপারেটররা। কিন্তু গত কয়েক মাসে গুঞ্জন উঠেছ, গুগলকে টেক্কা দিতে এবার নিজস্ব সার্চ ইঞ্জিন ডেভেলোপ করছে অ্যাপল। মূলত আইফোন সহ অন্যান্য অ্যাপল ডিভাইজে গুগল সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখার জন্য চুক্তি অনুযায়ী অ্যাপলের উপর প্রায় দশ থেকে বারো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে গুগল।
তবে সাম্প্রতিক সময়ে এন্টিট্রাস্ট ইস্যুর কারণে গুগলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সার্চ ইঞ্জিন সম্পৃক্ত এই চুক্তির মেয়াদ আর না বাড়ানোর প্রতিকল্পনা করছে অ্যাপল। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, গুগলের বিকল্প হিসেবে নিজস্ব অ্যাপলবট সার্চ ইঞ্জিন নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, নিজস্ব সার্চ ইঞ্জিন ডেভেলপ করার জন্য গুগলের সার্চ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রধান জর্জ গিয়ানান্দ্রেয়াকে নিজেদের মেশিন লার্নিং এন্ড এআই বিভাগের এর ভিপি পদে নিয়োগ দিয়েছে আ্যাপল। নিজেদের অ্যাপলবট নির্ভর সার্চ ইঞ্জিন তৈরীতে ইতোমধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে অ্যাপলের ইঞ্জিনিয়ারিং টিম।
ধারণা করা হচ্ছে, অ্যাপলের পরবর্তী macOS বা iPadOS অপারেটিং সিস্টেমের সাথেই নিজেদের সার্চ ইঞ্জিন লঞ্চ করবে অ্যাপল। তবে গুগলের সাথে আ্যাপলের সম্পর্কচ্ছেদে অ্যাপলও বিশাল ঝামেলায় পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ সার্চ ইঞ্জিন ব্যবসা থেকে আয়ের অন্যতম উপায় হচ্ছে বিজ্ঞাপন। অর্থাৎ বিজ্ঞাপন থেকে করতে হলে বিজ্ঞাপনদাতাদের কাছে ইউজারদের ডেটা বিক্রি করতে হবে অ্যাপলকে। কিন্তু অ্যাপলের মূল নীতিই হলো ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা।
এছাড়া সম্প্রতি অ্যাপল প্রধান প্রধান টিম কুক বলেছেন, সর্বদা ইউজারদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে আসছে অ্যাপল, নিজেদের ব্যবহারকারীর কোন তথ্য যেমন অ্যাপল সংরক্ষণ করে না তেমনই ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যবহারের ওপর ভিত্তি করে কোনো প্রোফাইল তৈরি করে তা কোন বিজ্ঞাপন দাতাদের কাছে বিক্রয়ও করা হয় না অ্যাপল। এছাড়াও আইফোন ও আইক্লাউডের কোন তথ্য যেমন অ্যাপল দেখে না, তেমনই ব্যবহারকারীদের কোন ইমেইলও অ্যাপল পড়ে না।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment