ভিভো সম্প্রতি অ্যানাউন্স করেছে তাদের নিজস্ব কাস্টম অ্যান্ড্রয়েড স্কিনের পরবর্তী সংস্করণ Funtouch OS 11। লেটেস্ট অ্যান্ড্রয়েড ১১ বেইজড ভিভোর নেক্সট জেনারেশন ইউআই’তে যুক্ত করা হয়েছে বেশকিছু আকর্ষণীয় ফিচার্স। Funtouch OS 11-এ নতুনত্ব হিসেবে থাকছে লেটেস্ট ইউআই ডিজাইন, কালারফুল অলওয়েজ-অন ডিসপ্লে, রেডিজাইন আইকন, নতুন এনহ্যান্সড ডার্ক মোড, আল্ট্রা গেম মোড, নতুন এস-ক্যাপচার, নতুন অ্যালবাম ফিচার, এআই এডিটর, নতুন লাইভ ওয়ালপেপার, নতুন জোভি সেকশন, এবং অন্যান্য কাস্টমাইজেশন অপশন্স।
Funtouch OS 11; নতুন ফিচার্স
১. লেটেস্ট ইউ আই ডিজাইন:
ফানটাচ ওএস ১১-এ বহুদিন পর নতুনভাবে ইউ ডিজাইন করেছে ভিভো। নতুন এ ডিজাইনটি অনেক সিম্পল ও ক্লিন এবং পূর্বের তুলনায় অনেক বেশি ডিটেইলড। এতে ওয়েদার, ক্যালকুলেটর, আই ম্যানেজার, ওয়াচসহ বেশ কিছু উইজেটে নতুনত্ব হয়েছে।
২. রিডিজাইনড আইকন
ফানটাচ ওএস ১১ এর নতুন আপডেটে এতে যুক্ত হয়েছে নান্দনিক, ক্লিন পাওয়ারফুল আইকন। আইকনগুলোতে অনেকটা বৃত্তাকার শেপ দেওয়া হয়েছে, যদিও ইউজাররা এটি ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়াও এবারের আইকনগুলো পূর্বের তুলনায় যথেষ্ট শার্প ও আই ক্যাচি করা হয়েছে।
৩. কালারফুল অলওয়েজ অন ডিসপ্লে
ভিভো এবার প্রবর্তন করেছে নতুন এওডি (অলওয়েজ-অন ডিসপ্লেতে) যাতে যোগ করা হয়েছে বিভিন্ন কালারগুলি ইলিমেন্ট অপশন, যার ফলে ইউজাররা পছন্দ মতো ফানটাচ ওএস ১১-এ এওডি এর ডিজাইন কাস্টোমাইজ করতে পারবেন। তাছাড়া এতে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ইফেক্ট, ওয়াচ টাইম ফ্লোসহ অত্যাধুনিক ফিচার্স।
৪. আলট্রা গেম মোড
ফানটাচ ওএস ১১-এ যুক্ত হয়েছে নতুন বেশকিছু ফিচার্স। যেমন : ডু নট ডিস্টার্ব ফিচার যার মাধ্যমে গেম খেলার সময়েও ব্যবহারকারী নির্বিঘ্নে গেম খেলতে পারবেন এবং প্রয়োজনীয় কল বাঁধা ছাড়াই রিসিভ করতে পারবেন। এছাড়াও রয়েছে গেম পিকচার ইন পিকচার ও ইস্পোর্টস মোড, যার ফলে নতুন ইউআইতে এখন গেমিং হবে ব্লেজিং ফাস্ট।
৫. নতুন জভি হোম
ফানটাচ ওএস ১১-এ ভিভো এবার যুক্ত করেছে শর্টকাট, সাজেশন এবং মাই সার্ভিস এর মতো বেশ দুর্দান্ত ফিচার। এতে এখন থেকে শর্টকাটে প্রয়োজনীয় আ্যাপগুলো খোঁজাটা আরও সহজ হবে, সাজেশনে প্রাত্যহিক জীবনের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য ও সেবা পাওয়া যাবে। তাছাড়া মাই সার্ভিস ট্যাবে একসাথে রিমাইন্ডার, দৈনিক শিরোনাম, আবহাওয়া আপডেট, ইভেন্ট, খেলাধুলা ও মুভির আপডেট পাবেন ইউজাররা।
৬. নতুন এলবাম ফিচার্স
এতে থাকছে ইমেজ ম্যাটিং ও এইচডি রিস্টোরেশনের মতো ফিচার। মোবাইলে ছবি ও ভিডিও এডিটিং একধাপ এগিয়ে নিতে ইমেজ ম্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া এতে থাকছে এআই ইন্টিগ্রেশন, যাতে এইচডি রিস্টোরেশনের মাধ্যমে নষ্ট হয়ে যাওয়া ছবিকেও দেয়া যাবে নতুন রূপ ।
৭. এআই এডিটর
ফানটাচ ওএস ১১ নতুন এআই এডিটর ফিচারের মাধ্যমে ভিডিও এডিটিং অনেক সহজ হবে। মেইন ক্যারেক্টার ও হাইলাইট কি মোমেন্টকে ফোকাস করে টেমপ্লেট এবং করে দিলেই পেয়ে যাবেন নিজের কাঙ্খিত ফুটেজ।
৮. নতুন এস-ক্যাপচার
নতুন এস-ক্যাপচার ফিচারটি স্ক্রিন রেকর্ডিং, লম্বা স্ক্রিনশট, আয়তক্ষেত্রাকার স্ক্রিনশট এবং ফানি স্ক্রিনশট ফিচার নিয়ে এসেছে। এছাড়াও এতে অডিও রেকর্ড করতে পারেন ইউজাররা, যা মাইক্রোফোন চালু থাকা অবস্থায় সিস্টেম প্লেব্যাক সাউন্ড চালু রাখবে। এতে মাল্টিপ্লেয়ার গেমিং, ভিডিও, টিউটোরিয়াল ভিডিও আরও সহজে তৈরি করতে পারবেন ইউজাররা।
যেসকল ডিভাইজ পাবে Funtouch OS 11 আপডেট
Vivo V সিরিজ
- Vivo V19
- Vivo V19 Neo
- Vivo V20 Pro
- Vivo V17
Vivo Y সিরিজ
- Vivo Y9s
- Vivo Y20(i)
- Vivo Y30
- Vivo Y50
- Vivo Y51
- Vivo Y70s
Vivo X সিরিজ
- Vivo X30
- Vivo X30 Pro
- Vivo X50 (5G)
- Vivo X50 Pro
- Vivo X50 Pro+
Vivo S সিরিজ
- Vivo S1 Pro
- Vivo S1 Prime
- Vivo S5
- Vivo S6 5G
- Vivo S7 5G
iQOO সিরিজ
- iQOO 3 4G
- iQOO 3 5G
- iQOO Neo3 5G
- iQOO Z1
- iQOO Z1x
- iQOO 5 5G
- iQOO 5 Pro 5G
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment