গুগল উদ্ভাবনের দিকে সবথেকে ভিন্ন। যেখানে অন্যান্য ম্যানুফাকচাররা প্রিমিয়াম ফিচার শুধুমাত্র ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য দিয়ে থাকে, সেখানে গুগল চেষ্টা করে সবাই যেন প্রিমিয়াম ফিচার গুলোর খানিকটা হলেও এক্সেস পায়। সে লক্ষ্যেই মূলত এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোর জন্য গুগল তাদের অ্যান্ড্রয়েড গো প্রোগ্রাম চালু করেছিল। বাজেট স্মার্টফোন ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড গো প্লাটফর্মে একের পর এক প্রিমিয়াম ফিচার যোগ করে যাচ্ছে গুগল।
এরই ধারাবাহিকতায় এবার ‘পিক্সেল ‘ ডিভাইজে বেশ জনপ্রিয় ফিচার ‘নাইট মোড’ অ্যান্ড্রয়েড গো প্লাটফর্মে যোগ করেছে গুগল। এছাড়া সম্প্রতি গুগল তাদের নতুন অ্যাপ গুগল ক্যামেরার ‘গো’ সংস্করন অ্যানাউন্স করে, যার কল্যানে লো রেঞ্জের অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও এখন থেকে ‘নাইট মোড’ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। নাইট মোডের সুবিধা হচ্ছে, এটি রাতের অন্ধকারে ও কম আলোতে দিনের মতো উজ্জ্বল ছবি তুলতে পারে।
গুগলের ভাষ্যমতে। গুগল ক্যাম গো এর নাইট মোড একসাথে বিভিন্ন এক্সপোজারে অনেকগুলো ছবি তুলে তারপর সেগুলোকে মার্জ করে একটি ব্রাইটার টোনের ছবি উৎপন্ন করে। তবে এর সাথে গুগলের পিক্সেল ডিভাইসের ছবির তুলনা করাটা বোকামি, কারন এক জিবি র্যামের ফোনে সেই প্রসেসিং ক্ষমতা থাকে না যা পিক্সেলের আছে। গুগল একটি অফিসিয়াল ব্লগ পোস্টে বলেছে, “এই ডিভাইসগুলোর সাথে ক্যামেরা গো ব্যবহারকারীরা এখন হালকা হালকা পরিবেশে বা রাতে বাইরে যেমন কম হালকা পরিবেশেও উজ্জ্বল এবং আরও একুরেট রঙের সাথে হাই কোয়ালিটি মানের ছবি তুলতে সক্ষম হবেন।
এছাড়াও, গুগল ক্যামেরা গো’তে যুক্ত করা হয়েছে এইচডিআর ফিচার, যা এন্ট্রি-লেভেলের ফোনে ছবির মানের উন্নতিতে সহায়তা করবে নিশ্চিত ভাবে। এইচএমডি গ্লোবালের নতুন রিলিজ হতে যাওয়া Nokia 1.3 ফোনটিতে সর্বপ্রথম পাওয়া যাবে এই সাপোর্ট। তবে অন্যান্য ইউজাররাও প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে ব্যবহার করতে পারবেন ‘নাইট মোড’ ফিচারটি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment