চলতি মাসেই অ্যাপল লঞ্চ করেছে জেনারেশন আইফোন লাইনআপ iPhone 12 সিরিজ। নতুন এই আইফোনের ডিজাইনে যেমন এসেছে কিছুটা পরিবর্তন, তেমনই নতুনত্ব এসেছে এর পারফর্মেন্সে। তাছাড়া বেশ কিছু নতুন ফিচার্সের পাশাপাশি এর প্রাইসিংয়েও আনা হয়েছে ইমপ্রুভমেন্ট। তবে iPhone 12 সিরিজের ডিসঅ্যাডভ্যান্টেজ হচ্ছে, এতে নেই চার্জিং অ্যাডাপ্টার ও ইয়ারফোন। যার ফলে এখন থেকে আইফোন কিনলে এর জন্য চার্জার কিনতে হবে আলাদা। অন্যদিকে এবারের আইফোনগুলোর দামও অনেকটা আকাশচুম্বী।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইতোমধ্যে ইতোমধ্যে ইউরোপীয় বাজারে লঞ্চ হয়েছে iPhone 12 সিরিজ। তবে সম্প্রতি ফ্রান্সের বাজারে iPhone 12 ছাড়ার ক্ষেত্রে কিছুটা ঝামেলার সম্মুখীন হচ্ছে অ্যাপল। কারন ফ্রান্সের আইন অনুযায়ী, দেশটিতে কোনো স্মার্টফোন বিক্রি করলে বক্সে অবশ্যই প্রয়োজনীয় এক্সারসরিজ যেমনঃ এয়ারফোন সংযুক্ত করে দিতে হবে মেনুফেকচারারদের। তাই বিপাকে পড়ে বাধ্য হয়ে শুধুমাত্র ফ্রান্সে আইফোনের জন্য দুটি বক্সে নতুন আইফোন শিপমেন্টের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
ফ্রান্সে একটি বড় বক্সের ভেতরে আইফোন, এবং আলাদা একটি বক্সে এয়ারপড সরবারহ করবে অ্যাপল। তবুও হতাশার বিষয় হচ্ছে এতে শুধুমাত্র এয়ারপডই দিচ্ছে অ্যাপল, দিচ্ছে না চার্জিং অ্যাডাপ্টার। যদিও এবার চার্জিং অ্যাডাপ্টার কেনার পরিবর্তে গ্রাহকদের ওয়্যারলেস চার্জিং প্যাড কিনতে অনুপ্রাণিত করছে অ্যাপল। নতুন আইফোন চার্জের জন্য আলাদা করে অ্যাপলের অরিজিনাল ওয়্যারলেস চার্জার কিনলে গ্রাহকদের গুনতে হবে ৩৯ ডলার (৩,৩০৭ টাকা)।
যদিও আ্যপলের এই সিদ্ধান্তটি অধিকাংশ গ্রাহক স্বাভাবিকভাবে নিচ্ছেন না, কেননা তাদের এখন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হবে সম্পূর্ণ প্যাকেজটি পাওয়ার জন্য। এখন শুধুমাত্র এই আইফোনগুলোর সাথে একটি USB C টু Lightning ক্যাবল দিবে আ্যপল। আ্যপলের এই সিদ্ধান্তের স্বপক্ষে তারা বলেছে, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইলেকট্রিক বর্জ্য কমানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। আ্যপলের দাবি, ফোনে চার্জার না দিলে ২০৩০ সালের মধ্যে পুরোপুরি কার্বন নিঃসরণ পর্যায় চলে যেতে পারবে তারা।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment