প্রতিবছরই নতুন আইফোনকে কেন্দ্র করে কাস্টমাইজড ডিজাইন ঘোষণা করে থেকে জনপ্রিয় রাশিয়ান বিলাসবহুল এক্সারসরিজ নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। প্রিমিয়াম ম্যাটেরিয়ালস ব্যবহার করার জন্য এসব ফোনের দামও হয় আকাশচুম্বী। এরই ধারাবাহিকতায় এবারও কোম্পানিটি iPhone 12 ও iPhone 12 Pro Max কে ভিত্তি করে বাজারে এনেছে Warrior Spirit কালেকশনের বিশেষ আইফোন। নতুন Warrior’s Collection সিরিজে মোট ছয়টি আলাদা ডিজাইনের কাস্টমাইজড আইফোন ঘোষণা করেছে ক্যাভিয়ার। প্রতিটি ডিজাইনের জন্য আলাদা প্রতীকী গুরুত্বকে ফুটিয়ে তোলা হয়েছে এমনটাই দাবি ক্যাভিয়ারের।
এবারের আইফোনের নতুন ছয়টি ডিজাইন হলো – Assassin, Knight, Samurai, Viking, Zulfiqar এবং Imperator। iPhone 12 সিরিজে ক্যাভিয়ারের প্রতিটি কাস্টমাইজড ডিজাইন ফোনের পিছনে একটি তলোয়ার আকৃতি রয়েছে যা ক্যাভিয়ারের মতে “শত্রুর বর্ম ভেদ করা তলোয়ার” কে ইঙ্গিত করে। বাহ্যিকভাবে দেখতে প্রায় এক হলেও প্রতিটি মডেলের উপকরণ আলাদা।
Knight, Viking ও Samurai
ক্যাভিয়ার জানিয়েছে এই তিনি মডেলের ডিজাইনে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম। পাশাপাশি ডেকরেশনের জন্য এর পিছনে লাল মার্বেল দেয়া হয়েছে। তবে Samurai তে মার্বেলের সাথে কার্বন টেক্সচার ও যোগ করা হয়েছে। এই তিনটি মডেলের দাম ধরা হয়েছে ৫৪৯০ ডলার (প্রায় ৪,৬৬,০০০ টাকা)!



Assassin
অ্যাসাসিন মডলের দাম উপরের তিনটি মডেলের থেকে তুলনামূলকভাবে কিছুটা বেশি। ৫৬৫০ ডলার (প্রায় ৪,৮০,০০০ টাকা) থেকে শুরু হওয়া এই মডেলের ফোনে টাইটানিয়াম এর সাথে কালো মার্বেল ব্যবহার করা হয়েছে। তাছাড়া ‘রক্তের ফোঁটা’কে তুলে ধরার জন্য দেয়া হয়েছে এনামেল। ক্যাভিয়ার বলেছে, Knight, Viking, Samurai ও Assassin এই চারটি ডিজাইনের ৯৯টি ফোন বাজারে আনা হবে। এই কাস্টম ডিজাইনগুলো মূলত লিমিটেড এডিশনেরই হয়ে থাকে।

Zulfiqar
জুলফিকার মডেলের ফোন পাওয়া আরও দুর্লভ হবে। Zulfiqar মডেলের ফোন মুসলিম বিশ্বের একটি আইকনিক তলোয়ার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এতে ১৮ ক্যারেট স্বর্ণের আবরণের সাথে সবুজ মার্বেল ও টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে যার উপর ‘দামাস্কাস স্টিল প্যাটার্ন’ রয়েছে। এর সাথে ‘দুই ফোঁটা রক্ত’ কে তুলে ধরতে ০.৮ ক্যারেটের লাল রুবি পাথর দেয়া হয়েছে। ক্যাভিয়ার এই মডেলের মাত্র ১৯ টি ফোন তৈরি করবে এবং প্রতিটি ইউনিটের দাম রাখা হয়েছে ২৬,৬৯০ ডলার (প্রায় ২২,৭০,০০০ টাকা)।

Imperator
ইম্পেরাটোর হলো Warrior’s Collection এর সবথেকে দুর্লভ ও দামী মডেল। প্রাচীন রোমান সম্রাটদের বিলাসিতাকে তুলে ধরতে লাল লেদার ও স্যাটিন গোল্ড ব্যবহার করা হয়েছে এতে। Zulfiqar থেকে Imperator মডেলের দাম প্রায় দ্বিগুণ ধরা হয়েছে। ক্যাভিয়ার এই মডেলের মাত্র ৭টি ফোন তৈরি করবে যার প্রতিটি ইউনিটের দাম হবে ৪৬,৪৬০ ডলার (প্রায় ৩৯,৫০,০০০ টাকা)! ক্যাভিয়ারের নিজস্ব ওয়েবসাইটে ইতিমধ্যে ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।

বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment