কিছু দিন আগেই অনলাইনে লিক হয়েছিল পোকোর আপকামিং স্মার্টফোন POCO C3’র রিটেইল বক্স ইমেজ। সম্প্রতি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে POCO C3’র অফিসিয়াল লঞ্চ ডেট। আগামী ৬ অক্টোবর ভারতে লঞ্চ হবে পোকোর আপকামিং এই স্মার্টফোনটি। এদিকে বরাবরের মতোই লঞ্চের আগেই লিক হয়েছে POCO C3’র স্পেসিফিকেশন্স ও অন্যান্য ডিটেইলস। রিপোর্ট অনুযায়ী, শাওমির Redmi 9C এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে আপকামিং POCO C3।
চলতি বছর শাওমির সাব-ব্র্যান্ড পোকো এখন পর্যন্ত বাজারে মোট পাঁচটি নতুন স্মার্টফোন। যার মধ্যে POCO X2, M2, M2 Pro F2 Pro এই চারটি স্মার্টফোনই ছিল মুলত বিভিন্ন রেডমি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। তবে পোকোর রিব্র্যান্ড ধারাবাহিকতা সম্ভবত এত দ্রুত শেষ হচ্ছে না। তাছাড়া ফোনটির রিটেইল বক্সের ইমেজ থেকে জানা যায়, POCO C3’র ৪ জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১০৯৯০ রূপি (প্রায় ১২,৬০০ টাকা)।
POCO C3 – সম্ভব্য স্পেসিফিকেশন্স
- ৬.৫৩” এইচডি প্লাস, এলসিডি ডিসপ্লে
- ৭২০ x ১৬০০ পিক্সেল রেজ্যুলেশন
- মিডিয়াটেক হিলিও জি৩৫
- ১৩ + ৫ + ২ মেগাপিক্সেল (রিয়ার)
- ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৪ জিবি র্যাম
- ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৫,০০০০ এমএএইচ ব্যাটারী
- ১০ ওয়াট ফাস্ট চার্জিং
- রিয়ার-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment