গত মাসেই বাংলাদেশে গ্লোবাল লঞ্চ হয়েছিল দেশের স্মার্টফোন জগতে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা সৃষ্টিকারী রিয়ালমির এন্ট্রি লেভেল স্মার্টফোন Realme C17। এরই ধারবাহিকতায় এবার দেশের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে রিয়ালমি। সম্প্রতি রিয়ালমি বাংলাদেশের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে দেশের বাজারের রিয়ালমি পরবর্তী স্মার্টফোনের লঞ্চ ডেট। আগামী ১২ অক্টোবর বাংলাদেশে রিলিজ হবে Realme 7 সিরিজের নতুন দুটি স্মার্টফোন Realme 7i এবং Realme 7 Pro।
Realme 7 Pro with 65W Super Dart Charge এবং Realme 7i with 64MPAI Quad Camera in this Price Segment ট্যাগলাইনের সাথে আগামী সোমবার সন্ধ্যা ৭টায় রিয়ালমি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে অনলাইন ইভেন্টে দেশের বাজারে উন্মোচন করা হবে Realme 7i ও Realme 7 Pro। এদিকে গত মাসে ভারতে সর্বপ্রথম লঞ্চ হয়েছিল Realme 7 ও Realme 7 Pro, এবং ইন্দোনেশিয়া লঞ্চ হয়েছিল Realme 7i।
Realme 7i – স্পেসিফিকেশন্স
- ৬.৫” এইচডি প্লাস, এলসিডি ডিসপ্লে
- ৭২০ x ১৬০০ পিক্সেল রেজ্যুলেশন
- ৯০ হার্জ রিফ্রেশ রেট
- স্ন্যাপড্রাগন ৬৬২
- ৮ জিবি র্যাম
- ১২৮ জিবি মেমোরি
- ৬৪ + ৮ + ২ +২ মেগাপিক্সেল (রিয়ার)
- ১৬ মেগাপিক্সেল (ফ্রন্ট)
- অ্যান্ড্রয়েড ১০, এমআইইএআই ১২
- ৫,০০০ এমএএইচ ব্যাটারী
- ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
- রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট
Realme 7 Pro – স্পেসিফিকেশন্স
- ৬.৪” ফুল এইচডি প্লাস, অ্যামোলেড ডিসপ্লে
- ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজ্যুলেশন
- স্ন্যাপড্রাগন ৭২০জি
- ৬/৮ জিবি র্যাম
- ১২৮ জিবি মেমোরি
- ৬৪ + ৮ + ২ +২ মেগাপিক্সেল (রিয়ার)
- ৩২ মেগাপিক্সেল (ফ্রন্ট)
- অ্যান্ড্রয়েড ১০, এমআইইএআই ১২
- ৪,৫০০ এমএএইচ ব্যাটারী
- ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং
- ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment