ঘোষণা অনুসারে ১২ (সোমবার) অনলাইন ইভেন্টে বাংলাদেশে অফিসিয়ালি উন্মোচন করা হয়েছে বহুল প্রতীক্ষিত Realme 7 .সিরিজের দেশের বাজারে Realme 7 সিরিজের নতুন দুটি স্মার্টফোন Realme 7i ও Realme 7 Pro লঞ্চ করেছে রিয়ালমি।মূলত Realme 6 সিরিজের সাক্সেসর হিসেবে বাজারে এসেছে নতুন Realme 7 সিরিজ। তাছাড়া Realme 6 সিরিজের তুলনায় Realme 7 সিরিজে আপগ্রেড হিসেবে থাকছে সেকেন্ড জেনারেশন ৬৪ মেগাপিক্সেল কোয়াড, রিয়ার ক্যামেরা, পাঞ্চ-হোল স্ক্রিন, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, এবং উন্নত ফাস্ট চার্জিং সাপোর্ট।
দেশের বাজারে নতুন Realme 7i এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯০ টাকা। ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে ফোনটি পাওয়া যাবে অরা গ্রিন ও পোলার ব্লু কালারে। ১৩ অক্টোবর দুপুর ২.৩০ মিনিট থেকে দারাজ সেলের মাধ্যমে বিক্রি শুরু হবে Realme 7i। অন্যদিকে বাংলাদেশে Realme 7 Pro’র ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা। ফোনটি পাওয়া মিরর সিলভার ও মিরর ব্লু কালার অপশনে।
Realme 7 Pro – স্পেসিফিকেশন্স
ডিসপ্লে-
- ৬.৫২ ইঞ্চি ফুল এইচডি প্লাস
- সুপার অ্যামোলেড প্যানেল
- ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজ্যুলেশন
- ৪১১ পিপিআই
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট
- অ্যাড্রেনো ৬১৮
- অ্যান্ড্রয়েড ১০ (রিয়েলমি ইউআই)
মেমোরি-
- ৮ জিবি + ১২৮ জিবি (স্টোরেজ)
- আপটু ২৫৬ জিবি ডেডিকেটেড এসডি কার্ড স্লট
ক্যামেরা-
- ৬৪ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল (রিয়ার)
- ৩২ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার
- ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- সফটওয়্যার বেজড ফেস আনলক
- আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
Realme 7i – স্পেসিফিকেশন্স
ডিসপ্লে-
- ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস
- আইপিএস এলসিডি প্যানেল
- ৯০ হার্জ রিফ্রেশ রেট
- ৭২০ x ১৬০০ পিক্সেল রেজ্যুলেশন
- ২৭০ পিপিআই
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট
- অ্যাড্রেনো ৬১০
- অ্যান্ড্রয়েড ১০ (রিয়েলমি ইউআই)
মেমোরি-
- ৮ জিবি + ১২৮ জিবি (স্টোরেজ)
- আপটু ২৫৬ জিবি ডেডিকেটেড এসডি কার্ড স্লট
ক্যামেরা-
- ৬৪ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল (রিয়ার)
- ১৬ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার
- ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- সফটওয়্যার বেজড ফেস আনলক
- রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment