চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছিল চাইনিজ স্মার্টফোন রিয়ালমি। দেশের বাজারে অফিসিয়ালি পথচলা শুরু পর থেকেই নিয়মিত একের পর এক স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে রিয়ালমি। এদিকে চলতি রিলিজ হয়েছিল Realme 7 সিরিজের Realme 7i ও Realme 7 Pro মডেলের দুটি নতুন স্মার্টফোন। এরই ধারবাহিকতায় আগামী ২৬ অক্টোবর দেশের সি সিরিজের নতুন স্মার্টফোন Realme C12 লঞ্চের ঘোষণা দিয়েছে রিয়ালমি। সোমবার সন্ধ্যা ৭টায় অনলাইন ইভেন্টে “আস্ক রিয়ালমি ” শো’র প্রথম পর্বে Realme C12 ডিভাইজটি উন্মোচন করা হবে।
হ্যা, ঠিকই শুনেছেন! “আস্ক রিয়ালমি” শো’র মাধ্যমেই উন্মোচন করা হবে Realme C12। ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর এবার বাংলাদেশে শুরু হতে চলেছে রিয়ালমি বহুল প্রতিক্ষিত “আস্ক রিয়েলমি” শো। এই শো’তে ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা সহ ফ্যানদের সাথে তথ্য বিনিমিয় ও প্রশ্নের উত্তর দেবেন রিয়ালমির প্রতিনিধিরা। এছাড়া শো’র মাধ্যমে ফ্যানরা রিয়েলমির আকর্ষণীয় সব অফারের ব্যাপারে জানতে পারবেন। আগামী ২৬ অক্টোবর বাংলাদেশে রিয়ালমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে সম্প্রচার করা হবে “আস্ক রিয়েলমি” শো এর প্রথম পর্ব।
ফেসবুকে ‘রিয়ালমি বাংলাদেশ কমিউনিটি [অফিসিয়াল]’ (facebook.com/groups/realmeBDcommunity) সার্চ করে গরূপে ফ্যানরা তাদের প্রশ্ন পোস্ট করতে পারেন। এর জন্য ফ্যানদের জন্য বিশেষ ডিল অফার, পাশাপাশি রিয়েলমির পক্ষ থেকে ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। ইউটিউব চ্যানেলে “আস্ক রিয়েলমির” পর্ব গুলো দেখতে পারবেন এই লিঙ্কে: https://ift.tt/34uzkA9
Realme C12 – স্পেসিফিকেশন্স
- ৬.৫” এইচডি প্লাস, এলসিডি ডিসপ্লে
- ৭২০ x ১৫৬০ পিক্সেল রেজ্যুলেশন
- হিলিও জি৩৫
- ১৩ + ২ + ২ মেগাপিক্সেল (রিয়ার)
- ৫ মেগাপিক্সেল (ফ্রন্ট)
- ৩ জিবি র্যাম
- ৩২ জিবি স্টোরেজ
- ৬.০০০ এমএএইচ ব্যাটারী
- ১০ ওয়াট ফাস্ট চার্জিং
- রিয়ার-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment