চলতি বছরের শুরুর দিকে মাইক্রোসফটের গেমিং সার্ভিস Xbox এর সাথে একটি ব্লকবাস্টার পার্টনারশিপের ঘোষণা দিয়েছিলো দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। এই পার্টনারশিপের কল্যানে স্যামসাংয়ের Galaxy Note 20 সিরিজ থেকে শুরু করে এ লাইনআপের পরবর্তী ফ্ল্যাগশিপগুলোতে ইউজাররা সরাসরি Xbox এর গেমগুলো উপভোগ করতে পারবেন। বিশেষজ্ঞরা এটিকে নতুন একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছিলেন তখন।
ক্লাউড গেমিংকে এক ধাপ এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এবারের স্যামসাংয়ের পাশাপাশি অ্যাপলের সাথেও কাজ করছে মাইক্রোসফট। এখন এই সার্ভিসটি চাইলে উপভোগ করতে পারবেন আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরাও। সম্প্রতি আ্যপলের আ্যপ স্টোরে Xbox এর একটি আ্যপ রিলিজ করেছে মাইক্রোসফট। এই আ্যপটিতে রয়েছে রিমোর্টলি প্লে ফিচার, যার সাহায্যে Xbox এর গেমগুলো নিজের ডিভাইজে খেলতে পারবেন আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা।
উল্লেখ্য, এই আ্যপটি একটি ক্লাউড গেমিং সার্ভিস হলেও এটি মাইক্রোসফটের নতুন Project XCloud এর অংশ নয়। অর্থ্যাৎ ব্যবহারকারীদের এই আ্যপটি উপভোগ করতে হলে অবশ্যই তার Xbox One অথবা Xbox Series X এর কোনো একটি কনসোল থাকতে হবে। যা অনেকটা PlayStation এর রিমোর্ট প্লে সার্ভিসের মতো। আ্যপ স্টোরে উপলব্ধ আ্যপটি দিয়ে আসন্ন Xbox Series X ও Xbox Series S এর সাথে লিংক করা সহ কনসোলটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা।
এছাড়া মাইক্রোসফটের এই সার্ভিসটিকে ক্লাউড গেমিং পরিধিকে আরো বাড়ানোর অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে মাইক্রোসফটের আসন্ন অনলাইন ক্লাউড গেমিং সার্ভিস Project XCloud হবে সম্পুর্ন কনসোল ফ্রী সার্ভিস, যার সাবস্ক্রিপশন নিয়ে যেকোনো ডিভাইজে হাই-এন্ড গেম স্ট্রিম করতে পারবেন গেমাররা। এটি অনেকটা গুগলের ক্লাউড গেমিং প্লাটফর্ম ‘গুগল স্টেডিয়ার’ মতো।
বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment