২০০৪ সালে MP3 Player দিয়ে যাত্রা শুরু করেছিল বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অপ্পো। যুগের সাথে তাল মিলিয়ে নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে আজ বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন ব্র্যান্ডগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে এই চাইনিজ প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের পাশাপাশি ইয়ারবাড, স্মার্টওয়াচ, স্মার্ট টিভি সহ বিভিন্ন আইওটি প্রোডাক্ট এ সমৃদ্ধ তাদের পোর্টফোলিও। এবার নিজেদের প্রোডাক্ট লাইনআপকে আরও বিস্তৃত করতে নিজস্ব নোটবুক এবং ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করছে অপ্পো।
绿厂已规划平板和笔记本产品,预计明年出来抢市场。。。
— Digital Chat Station (@StationChat) November 10, 2020
অপ্পোএর নোটবুক এবং ট্যাবলেট আনার বিষয়টি সর্বপ্রথম ওয়েইবো’তে শেয়ার করেন জনপ্রিয় টিপস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’। যদিও তিনি এই ডিভাইজগুলোর লঞ্চ ডেট কিংবা স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য দেননি। তাছাড়া অপ্পো কর্তৃপক্ষের কাছ থেকেও এ ব্যপারে কোনো মন্তব্য কিংবা অফিসিয়াল কনফার্মেশন আসেনি। তবে বিভিন্ন বিশ্বস্থ সূত্র থেকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো নিশ্চিত করেছে খুব শীগ্রই নিজেদের ল্যাপটপ ও ট্যাবলেট লঞ্চ করতে যাচ্ছে অপ্পো।
বর্তমানে ট্যাবলেট বাজারে আইপ্যাড দিয়ে এক প্রকার একচেটিয়া ব্যবসা করছে অ্যাপল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ট্যাবলেট বলতে বাজারে শুধু স্যামসাং, হুয়াওয়ে এবং লেনোভো এর কিছু ডিভাইজই টিকে আছে। আগে শাওমি অন্যতম ট্যাব প্রস্তুতকারক হলেও ধীরে ধীরে তারা এখান থেকে নিজেদের গুটিয়ে নেয়। তাই এখন অপ্পো সু্যোগ রয়েছে এন্ট্রি-লেভেল কিংবা মিড-রেঞ্জে ভালো কোনো ট্যাবলেট বাজারে এনে অ্যান্ড্রয়েড ট্যাবলেট মার্কেটেও নিজেদের আধিপত্য বিস্তার করতে।
জানা যায়, শুধু অপ্পোই নয়, সম্ভবত অপ্পোর সিস্টার কোম্পানি ভিভো, ওয়ানপ্লাস এবং রিয়ালমিও একই পথে পা বাড়াবে। ট্যাবলেট সেগমেন্টে অপ্পো এর পথ সুগম হলেও নোটবুক সেগমেন্টে অপ্পো’কে বেশ ভালো প্রতিযোগিতা করতে হবে। ইতিমধ্যে চীনা প্রতিদ্দন্ধী দুই টেক জায়ান্ট – শাওমি এবং হুয়াওয়ে নোটবুক বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। দুটি কোম্পানিই ভ্যালু ফর মানি নোটবুক আনার জন্য সুনাম কুড়িয়েছে। তাই এখন দেখার পালা গ্রাহকদের জন্য নতুন কি করতে পারে অপ্পো।
বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment