পাবজি মোবাইল গেমারদের জন্য আনন্দের সংবাদ! শীগ্রই বাংলাদেশে টেনসেন্ট গেমস ও পাবজি করপোরেশন আয়োজন করতে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ‘পাবজি মোবাইল বাংলাদেশ ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ-২০২০’। টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে ১৭ লাখ টাকার পুরস্কার জয়ের সুযোগ পাবেন প্লেয়াররা। এ বছর গেমটিতে নতুনত্ব আনতে প্রতিটি নিবন্ধিত দলকে (২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত) পাঁচ দিনের ব্যবধানে ১০টি ক্ল্যাসিক মোড ম্যাচ খেলতে হবে। ১৬ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৭ ডিসেম্বর।
পাবজি মোবাইলের প্রতীক্ষিত এই ‘বাংলাদেশ ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ-২০২০” টুর্নামেন্টটি ইংরেজি এবং বাংলা ভাষায় লাইভ স্ট্রিম করা হবে। মূলত বাংলাদেশে বড় পরিসরে ইস্পোর্টস ইভেন্টের কমিউনিটি ও জনপ্রিয়তা বাড়াতে এবং গেমারদের সেরা দক্ষতা ও পারদর্শীতা প্রমাণের লক্ষে এই টুর্নামেন্টটি আয়োজন করছে কর্তৃপক্ষ। টুর্নামেন্টটিতে নিবন্ধনের জন্য ‘লেভেল ২০’ কিংবা তার বেশি লেভেল খেলার অভিজ্ঞতা এবং টিপিপি বা এফপিপি যেকোন একটি মোডে পাবজি মোবাইল ‘প্লাটিনাম ফাইভ’ অথবা তার অধিক লেভেলে একটি র্যাংকিং থাকতে হবে।
ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে প্রথমে এই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে প্লেয়ারদের। ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপে নিবন্ধনের জন্য নিজেদের সদস্যের দল হিসেবে অংশগ্রহণ করতে হবে। ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর এই ৭ দিন নিবন্ধন করা যাবে। টুর্নামেন্টটির মূল যাওয়ার আগে আগে প্রত্যেক দলকে ইন-গেম কোয়ালিফায়ার্স পর্বে পরবর্তী রাউন্ডে খেলার লড়াই করতে হবে, এখান থেকে বাছাইকৃত ২৫৬ টি দল মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত পর্ব অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে সর্বশেষ ১৬টি দল লড়াই করবে।
টুর্নামেন্টটি রাউন্ড১- অনলাইন কোয়ালিফায়ার্স, রাউন্ড২- কোয়ার্টার ফাইনালস, রাউন্ড৩- সেমি ফাইনালস এবং গ্র্যান্ড ফিনালে এই চারটি পর্বে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নশিপের র্যাংকিংয়ে প্রথম স্থান অর্জনকারী দল পাবে ৬,০০,০০০ টাকা; দ্বিতীয় স্থান অর্জনকারী দল পাবে ২,৫০,০০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১,৫০,০০০ টাকা। এছাড়া গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া প্রত্যেক দলকেও দেওয়া হবে নগদ অর্থ পুরষ্কার।
বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment