কয়েক বছর আগেই বাংলাদেশ-ভারত সহ দক্ষিণ এশীয় অঞ্চলগুলোতে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ছিল লাভা। মূলত বিগত বছরগুলোতে চাইনিজ ব্র্যান্ডগুলোর আবির্ভাবে এক প্রকার হারিয়েই গিয়েছে ভারতীয় এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে এবার শোনা যাচ্ছে, স্মার্টফোন বাজারে আবার ফিরতে পারে লাভা। গুঞ্জন উঠেছে নিজের পণ্যের পাশাপাশি অন্যান ব্র্যান্ডের জন্যও স্মার্টফোন তৈরী করবে লাভা।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এইচএমডি গ্লোবাল মালিকানাধীন ফিনল্যান্ডের কোম্পানি নোকিয়ার জন্য ভারতে স্মার্টফোন উৎপাদন করতে হাত মিলিয়েছে লাভা ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, রিপোর্টে দাবি করা হয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন উৎপাদনের চুক্তিতে লাভার সাথে আলোচনা করছে মোটোরোলাও। ভারতে শক্তিশালী সাপ্লাই চেন ইকোসিস্টেম গড়ে তুলতে ও সরকারের প্রোডাকশন লিঙ্কড ইন্সেন্টিভ স্কিমের সুবিধা নিতেই এব্যাপারে আগ্রহ দেখিয়েছে লাভা।
এ নিয়ে লাভার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর,বলেন, ‘যে সকল স্মার্টফোন কোম্পানি তাদের সাপ্লাই চেন শেয়ার করতে আগ্রহী, তাদের সাথে অংশীদার হওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা মূলত তাদের সাপ্লাই চেনের সাথে আমাদেরকে যুক্ত করছি। আমরা আপাতত নোকিয়া ও মোটোরোলা -র স্মার্টফোন তৈরী করবো। বিশেষ করে ভারতের জন্য সমস্ত নোকিয়া ফোন তৈরী করবে লাভা। এছাড়া এই বছরের জন্য পিএলআই লক্ষ্য পূরণ করতে করতেও আমরা আশাবাদী।‘
তবে শুধু নোকিয়া বা মটোরোলা নয়, লাভা জানিয়েছে ফোন তৈরীর জন্য দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলোও তাদের সাথে কথাবার্তা চালাচ্ছে। এদের মধ্যে একটি সংস্থার সাথে আলোচনা বেশ অনেকদূর এগিয়েছে বলেও তারা জানিয়েছে। এ সব প্রতিষ্ঠান ছাড়া লাভা বিদেশের বাজারেও কনট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে থাকে। বিদেশে তাদের ক্লায়েন্টদের মধ্যে আছে AT&T এবং General Electric-এর মতো প্রখ্যাত সংস্থা।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment