২০১৪ সালে স্মার্টফোন বাজারে যাত্রা শুরু করেছিল জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এবং ইনফিনিক্স এর প্যারেন্ট কোম্পানি ট্রানশান হোল্ডিংস। কম দামে ভালো স্পেসিফিকেশন এর জন্য আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশে এন্ট্রি লেভেল স্মার্টফোন মার্কেটে শক্ত অবস্থান অর্জন করেছে এই কোম্পানি দুটি। তবে সস্তা স্মার্টফোনের আড়ালে নিজেদের ফোন ম্যালওয়্যার প্রি-ইনস্টল করে দিয়ে ইউজারদের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ এসেছে ট্রানশান সহ বেশ কয়েকটি চীনা স্মার্টফোন ব্র্যান্ডের বিরুদ্ধে।
মোবাইল সিকিউরিটি সংস্থা সিকিউর-ডি এবং বাজফিড নিউজের অনুসন্ধানে এই তথ্য সামনে আসে। বাজফিড এর রিপোর্ট অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় ৪১ বছর বয়সী একজন দক্ষিণ আফ্রিকার নাগরিকের কাছ থেকে যিনি সম্প্রতি Tecno W2 মডেলের ফোনটি কিনেন। ফোনটিতে অতিরিক্ত অ্যাডের জন্য তিনি তেমন সন্তুষ্ট ছিলেন না। কিছুদিন পর তিনি খেয়াল করেন তার ফোনের ডাটা স্বয়ংক্রিয় ভাবে শেষ হয়ে যাচ্ছে এবং বেশ কিছু সাবস্ক্রিপশনের মেসেজ এসেছে যা তিনি কখনো করেননি। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাজফিড নিউজ ও সিকিউর-ডি।
অনুসন্ধানে বেরিয়ে আসে যে তার ফোনটিতে xHelperand ও Triada নামের দুটি ম্যালওয়্যার প্রি-ইনস্টলড ছিলো যা অযাচিতভাবে বিভিন্ন আ্যপস ডাউনলোড ও সাবস্ক্রিপশনের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। বাজফিড নিউজ পরবর্তীতে ট্র্যানশান হোল্ডিংস এর মুখপাত্রের সাথে যোগাযোগ করে এর সত্যতা নিশ্চিত করে। তবে ট্র্যানশান এমন ম্যালওয়্যার ইনস্টল করেনি দাবি করে তিনি জিনিয়েছেন, এটা তৃতীয় পক্ষ কিংবা সাপ্লাই চেইনে উদ্দেশ্যমূলক ভাবে কেউ ম্যালওয়্যার প্রবেশ করিয়েছে।”
টেক শহর ডট কমকে ট্র্যানশান বাংলাদেশ জানিয়েছে, অনুসন্ধানের পর এটা জানা গেছে ট্রিডা পুরাতন ও বিশ্বব্যাপী সমাধানকৃত একটা সিকিউরিটি ইস্যু। যা ২০১৮ সালের ২০ মার্চ গ্রাহকদের জন্য ডাব্লিউ২ সিকিউরিটি আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছে। টেকনো ট্রিডা ইস্যুটি তারও আগে ১ মার্চ ২০১৮ সালে সনাক্ত করে। এটি এমন একটি ইস্যু ছিল যা শুধুমাত্র টেকনোর ডাব্লিউ২-এর নির্দিষ্ট কিছু ডিভাইসে দেখা গেছে। আমরা প্রথম যখন বিষয়টি জানতে পেরেছি তখন সিকিউরিটি টিমের সঙ্গে মিলিয়ে এর সমাধান করেছি এবং গ্রাহকদের জন্য ২০ মার্চ ২০১৮ সালের ওটিএ ফিক্স সিকিউরিটি আপডেট দিয়েছি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment