স্যামসাং এবার এন্ট্রি লেভেলের স্মার্টফোনে বৈপবিক পরিবর্তন আনতে চলেছে তাদের আপকামিং বাজেট স্মার্টফোন Samsung Galaxy M12’র মাধ্যমে। যদিওবা এখনো এই ডিভাইজটির নাম এখনো অফিসিয়ালি কনফার্ম করা হয়নি, তবে এর নাম M12 অথবা F12 হতে পারে বলেই আপাতত ধারণা করা হচ্ছে। Galaxy M12 এর সবচেয়ে বড় হাইলাইট হতে চলেছে এই ৭০০০ এমএএইচ ক্যাপাসিটির বিগ ব্যাটারি। ২০২১ সালের শুরুতে বাজারে আসতে পারে স্যামসাংয়ের এই বাজেট স্মার্টফোনটি।
সম্প্রতি অনলিকসে এর ডিজাইন লিক হয়েছে স্যামসাংয়ের আপকামিং এই ফোনটির রেন্ডার ইমেজ। Galaxy M12 এর আউটলু কঅনেকটাই সদ্য ঘোষনা হওয়া Galaxy A42 5G এর মতো দেখতে। তবে নতুন ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন Samsung Galaxy A42 এর থেকে কিছুটা আলাদা হতে পারে। স্ট্রাইপের ডিজাইন যুক্ত ফোনটির পেছনের অংশ প্লাস্টিক দিয়ে তৈরি, এবং এর দুপাশের নিচের গ্লসি ফিনিশিং অনেকটা Galaxy A42 5G মতো।
রেন্ডারে দেখা যাচ্ছে, Galaxy M12’র পেছনে একটি বর্গাকৃতির শেপের কোয়াড ক্যামেরা বাম্প রয়েছে, তবে কত মেগাপিক্সেলের কি কি ক্যামেরা থাকবে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ফোনটির পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাচ্ছে না, তাই এতে পাওয়ার বাটনের সাথে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। তাছাড়া ফোনটিতে থাকছে ফুল এইচডি ৬.৫ ইঞ্চির ইনফিনিটি-ভি এলসিডি ডিসপ্লে। Galaxy M12-এ প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকমের লেটেস্ট এন্ট্রি লেভেল চিপসেট স্ন্যাপড্রাগন ৪৬০।
স্যামসাংয়ের আসন্ন এই ফোনটি মূলত M127F ও F127G এই দুটি মডেলের নম্বরের সাথে লিক হয়েছে। এখানে M127F সিরিয়াল নম্বর থেকে সহজেই বুঝা যায় আসন্ন এই ফোনটির নাম হতে চলেছে Galaxy M12। তবে F127G মডেল নম্বর থেকে অনুমান করা যায় Galaxy M12 এর রিব্র্যান্ড ভার্সন হিসেবে Galaxy F12 নামেও এই ফোনটি বাজারে আনতে পারে স্যামসাং। কারণ হিসেবে অনেকের ধারণা, বাজারে নিজেদের স্মার্টফোন মডেল বাড়ানো ও বিস্তৃত করতে শাওমি এর স্ট্র্যাটেজি অনুসরণ করছে স্যামসাং। এর আগেও স্যামসাং Galaxy M31’কে রিব্র্যান্ড করে অঞ্চল ভেদে Galaxy F41 নামে বাজারে এনেছিলো প্রতিষ্ঠানটি এবং দুটো ফোনই বাজারে সফল হয়েছিলো।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment