iPhone 12 Pro Max এর ক্যামেরা পারফর্মেন্স প্রকাশ করেছে DxOMark

 

গত মাসেই বাজারে এসেছিলো অ্যাপলের সর্বশেষ আইফোন লাইনআপ iPhone 12 সিরিজ। বরাবরের মতোই হাই-এন্ড পারফর্মেন্স ও প্রিমিয়াম আউটলুকে কারণে বাজারে চাহিদার তুঙ্গে রয়েছে নতুন এই আইফোনগুলো। পারফর্মেন্সের পাশাপাশি এবারের iPhone 12 সিরিজের সবচেয়ে বড় চমক ছিল এর ক্যামেরা। অবশেষে সম্প্রতি iPhone 12 Pro Max এর ক্যামেরা পারফর্মেন্সের রেটিং প্রকাশ করেছে DxOMark। রিপোর্ট অনুযায়ী, DxOMark-এ ১৩০ স্কোর করেছে নতুন iPhone 12 Pro Max ডিভাইজটি। যা এখন পর্যন্ত আইফোনের ইতিহাসের সর্বোচ স্কোর।

iPhone 12 Pro Max

এছাড়া ছবি তোলার ক্ষেত্রে ফোনটি স্কোর করেছে ১৩৮ পয়েন্ট, জুম এর ক্ষেত্রে ৬৮ পয়েন্ট এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ১১৩ পয়েন্ট। iPhone 12 Pro Max ক্যামেরা পারফর্মেন্স শাওমির Mi 10 Pro’কে পেছনে ফেললেও Huawei P40 Pro’কে দুই পয়েন্টের কারনে ছুঁতে পারেনি। তাছাড়া iPhone 12 Pro Max-এ হার্ডওয়্যার অনুসারে তিনটি ক্যামেরা সেন্সরই ১২ মেগাপিক্সেল শটে ছবি তুলতে সক্ষম। মূল লেন্সটি ২৬ মিলিমিটারের ১.৬ অ্যাপার্চার এবং ওআইএস বিশিষ্ট লেন্স, পাশাপাশি রয়েছে ১৩ মিলিমিটারের ২.৪ অ্যাপার্চার বিশিষ্ট আলট্রা ওয়াইড লেন্স এবং ৫২ মিলিমিটারের একটি ২.০ অ্যাপার্চার সমৃদ্ধ টেলিফটো মডিউল।

 

গত বছরের iPhone 11 এর তুলনায় নতুন আইফোনে ডেপথ সেন্সিংয়ের অ্যাপল ব্যবহার করেছে বিশেষ লিডার সেন্সর। যা iPhone 12 সিরিজের ক্যামেরা পারফর্মেন্স কালার অ্যাকুরেসি, ডিটেইলস এবং অটোফোকাস বিভাগে যুক্ত করে নতুন মাত্রা। রিপোর্ট অনুযায়ী, ইনডোর পরিবেশে এর ক্যামেরা যথেষ্ট ভালো ডিটেইলস ধরে রাখতে পেরেছে এবং এর এক্সপোজার লেভেল যথেষ্ট ভালো। যদিও রাতের আলোতে এর এক্সপোজার খানিকটা বাধার মুখে পড়ায় ছবিতে ডিটেইলসের ঘাটতি থেকে যায়। তাছাড়া এর ডাইনামিক রেঞ্জ খুব বেশি শক্তিশালী পয়েন্ট নয় iPhone 12 সিরিজের ক্যামেরার।

iPhone 12 Pro Max

ভালো দিক

 • ফাস্ট এবং অ্যাকুরেট অটোফোকাস
 • অ্যাকুরেট এক্সপোজার
 • ইনডোরে ও লো লাইটে যথেষ্ট ভাল হোয়াইট ব্যালান্স
 • দিনের আলোয় ভালো ডিটেইল ক্যাপচার
 • ভিডিও’তে ওয়াইড ডায়নামিক রেঞ্জ
 • ভিডিও’তে যথেষ্ট ভালো স্কিন টোন ও কালার রেন্ডারিং
 • ভিডিও নোয়াজি ভাব কন্ট্রোল
 • ভিডিও স্টাবলাইজেশন কার্যকরী

খারাপ দিক 

 • ঢিলেঢালা ডায়নামিক রেঞ্জ
 • লো লাইটে বেশি নয়েজ
 • HDR সিনে কালার অনেকটা আনন্যাচারাল মনে হয়
 • ভিডিও’তে এক্সপোজার কন্ট্রোল
 • লো লাইট ভিডিও’তে হোয়াইট ব্যালান্স

বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂

ক্রেডিট
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,

Comment

Previous Post Next Post