অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এইচএমডি গ্লোবালি অ্যানাউন্স করেছে Nokia 6300 4G এবং Nokia 8000 4G। দেখতে সাধারণ ফিচার ফোনের মতো হলেও এতে রয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউব সহ গুগল অ্যাসিট্যান্ট সাপোর্ট। থাকছে ৪জি কানেক্টিভিটি এবং KaiOS অপারেটিং সিস্টেম। অন্যান্য ফিচারের মধ্যে ফোন দুটিতে রয়েছে এফএম রেডিও, ওয়াইফাই-হটস্পট, এলটিই ক্যাট-৪, জিপিএস এবং ডুয়াল সিম সাপোর্ট।
Nokia 6300 4G এবং Nokia 8000 4G; প্রাইজিং
Nokia 6300 4G
Nokia 6300 ফোনের দাম রাখা হয়েছে ৭৯ ইউরো (প্রায় ৪,৯০০ টাকা)৷ ফোনটি পাওয়া যাবে টোপাজ ব্লু (Topaz Blue), ওপাল হোয়াইট (Opal White), সিন্ট্রিন গোল্ড (Cintrine), এবং অনিক্স ব্ল্যাক (Onyx Black) কালার অপশানে।
Nokia 8000 4G
অপরদিকে Nokia 8000 4G এর দাম রাখা হয়েছে ৪৯ ইউরো (প্রায় ৭,৯০০ টাকা)৷ ফোনটি লাইট চারকোল (Light Charcoal) ,সায়ান গ্রিন (Cyan Green) এবং পাওডার হোয়াইট (Powder White) কালার ভ্যারিয়েশনে উপলব্ধ হবে৷
Nokia 6300 4G – স্পেসিফিকেশন্স
ক্ল্যাসিক Nokia 6300 থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে আনা হয়েছে নতুন Nokia 6300 4G ডিভাইজটি। প্লাস্টিক ইউনিবডির এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির QVGA ডিসপ্লে এবং স্ট্যান্ডার্ড T9 নিউমেরিক কিপ্যাড। প্রসেসর হিসেবে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর। ৫১২ এমবি র্যামের সাথে থাকছে ৪ জিবি বিল্ট ইন স্টোরেজ যা এসডি কার্ড দিয়ে বাড়ানো সম্ভব। ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে কেবল একটি ভিজিএ ক্যামেরা। ব্যাটারি হিসেবে এতে থাকছে ১,৫০০ এমএএইচ ব্যাটারি যা চার্জ দেয়ার জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে গুগলের কাইওএস।

Nokia 8000 4G – স্পেসিফিকেশন্স
এখন বাজারে আসা সবথেকে প্রিমিয়াম লুকিং ফিচার ফোনের তালিকায় শীর্ষস্থান দখল করে নিবে নতুন Nokia 8000 4G ডিভাইজটি। এইচএমডি গ্লোবালের দাবি, এতে ব্যবহার করা হয়েছে ‘ডিউরেবল পলিকার্বনেট’ এবং ‘গ্লাস-লাইক টেক্সচার’। ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির ডিসপ্লে এবং পিছনে রয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া প্রিমিয়াম লুকের জন্য এতে রয়েছে কার্ভড কিপ্যাড। স্ন্যাপড্রাগন ২১০ চিপসেট, ৫১২ এমবি র্যাম, ৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ১,৫০০ এমএএইচ ব্যাটারি সহ সবকিছুই Nokia 6300 4G এর অনুরূপ।

বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment