চলতি বছরের মার্চে লঞ্চ হয়েছিল শাওমির ব্যপক জনপ্রিয় স্মার্টফোন লাইনআপ Redmi Note 9 সিরিজ। ধাপে ধাপে এই সিরিজে ইতোমধ্যে ৫টি মডেলের স্মার্টফোন যোগ করেছে শাওমি। এরই ধারাবাহিকতায় বছরের শেষ প্রান্তিকে তথা আগামী ২৬ নভেম্বর শাওমি উন্মোচন করতে যাচ্ছে এ সিরিজের আরও দুটি নতুন স্মার্টফোন Redmi Note 9 5G ও Redmi Note 9 Pro 5G। আগামী বৃহস্পতিবার রেডমির জেনারেল ম্যানেজার ‘লু ওয়েইবিং’ এর টক শো’তে লঞ্চ করা হবে নতুন এই ডিভাইজ দুটি।
বরাবরের মতোই লঞ্চের আগে ইতোমধ্যে অনলাইনে লিক হয়েছে আপকামিং এই ফোনগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাছাড়া ওয়েবসাইটগুলোতেও ফাঁস হয়েছে ফোনগুলোর প্রেস রেন্ডার। তাছাড়া সম্প্রতি কোম্পানির পক্ষ থেকেও টিজ করা হচ্ছে ফোন দুটির বিশেষ ফিচার সম্পর্কে। রিউমার অনুযায়ী, Redmi Note 9 Pro 5G এর সবচেয়ে বড় ও হাইলাইটেড ফিচার হতে পারে এর ১০৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। অন্যদিকে ‘লু ওয়েইবিং’ নিশ্চিত করেছেন ফোনটিতে আরও থাকবে স্ন্যাপড্রাগন ৭৫০ চিপসেট।


Redmi Note 9 Pro 5G – সম্ভব্য স্পেসিফিকেশন্স
- ৬.৫৭” ফুল এইচডি প্লাস, এলসিডি ডিসপ্লে
- ১২০ হার্জ রিফ্রেশ রেট
- ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজ্যুলেশন
- স্ন্যাপড্রাগন ৭৫০জি
- ১০৮ + ১২ + ১২ + ৫ মেগাপিক্সেল (রিয়ার)
- ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৬/৮ জিবি র্যাম
- ১২৮/২৫৬ জিবি স্টোরেজ
- ৪,৮২০ এমএএইচ ব্যাটারী
- ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
- সাইড-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট


Redmi Note 9 5G – সম্ভব্য স্পেসিফিকেশন্স
- ৬.৫৩” ফুল এইচডি প্লাস, এলসিডি ডিসপ্লে
- ৬০ হার্জ রিফ্রেশ রেট
- ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজ্যুলেশন
- মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ
- ৪৮ + ৮ + ৫ মেগাপিক্সেল (রিয়ার)
- ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৬/৮ জিবি র্যাম
- ১২৮/২৫৬ জিবি স্টোরেজ
- ৫,০০০ এমএএইচ ব্যাটারী
- ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং
- সাইড-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
মূলত চীনের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য ৫জি কম্পেটিবল করে Redmi Note 9 সিরিজকে এত পরে বাজারে ছাড়ছে শাওমি। ধারনা করা হচ্ছে, ভারত, বাংলাদেশের বাজারে রেডমির নতুন এই ডিভাইজ দুটি এশিয়ার বাজারে Redmi Note 10 নামে রিলিজ হতে পারে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment