ফোল্ডেবল ডিসপ্লে প্রযুক্তির ক্ষেত্রে অন্যদের থেকে সবসমই এক ধাপ এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। মনে আছে নিশ্চই!, বিশ্বের প্রথম প্রজন্মের ফোল্ডিং স্মার্টফোন বাজারে আসে স্যামসাং হাত ধরেই। কিন্তু “রোলেবল ডিসপ্লে” প্রযুক্তিতে স্যামসাং’কে টেক্কা দিয়ে চীনা টেক জায়ান্ট অপ্পোও সাম্প্রতিক সময়ে নিয়ে আসে প্রথম রোলেবল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। তবে স্যামসাংও জানিয়ে দিয়েছে খুব বেশি দূরে নেই তারাও। সম্প্রতি এমনই দুটি উদ্ভাবনী ফোল্ডেবল স্মার্টফোনের আইডিয়া সম্পর্কে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


মূলত স্যামসাং ডিসপ্লের কোরিয়ান ব্লগে প্রকাশিত বিভিন্ন স্কেচ দেখে ভবিষ্যতে কি ধরনের ফ্লেক্সিবল ডিসপ্লের ফোন বাজারে আসতে পারে বা স্যামসাং নিজে কি ধরণের ফোন আনতে পারে তার একটি ধারণা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘স্যামসাং ডিসপ্লে’ ব্লগে দুটি নতুন স্কেচ প্রকাশ করেছে স্যামসাং। যার মধ্যে একটি হবে রোলেবল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আর অন্যটি ট্রাইফোল্ড (তিন ভাঁজে বিভক্ত) স্মার্টফোন। উদ্ভাবনী আইডিয়ার নতুন এই ডিজাইনগুলো দেখতে নিঃসন্দেহে বেশ ফিউচারিস্টিক।
প্রথম স্কেচে দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ডকে নতুন একটি রূপ দেয়া হয়েছে। নতুন ডিজাইনের গ্যালাক্সি ফোল্ডকে তিনদিকে ভাঁজ করা সম্ভব। সাধারণ ফোল্ডেবল ফোনের তুলনায় ট্রাইফোল্ড ডিসপ্লে থাকার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে, এটি আনফোল্ড করলে ব্যবহারকারীরা আরো বড়ো স্ক্রিন পেয়ে যাবেন। দ্বিতীয় স্কেচে স্যামসাং রোলেবল ডিসপ্লে স্মার্টফোনের একটি ধারণা নিয়ে এসেছে যেখানে ডিসপ্লেটি একটি ছোট টিউবের রোল হয়ে থাকে। প্রয়োজনমতো যেখানে ইচ্ছা ‘আনরোল’ করে ফোনটি চালানো সম্ভব।
যদিও এখানে স্যামসাংয়ের সামনে প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন একে ব্যবহার করতে হলে সবসময় একটি ফ্ল্যাট সার্ফেসে রাখতে হবে। তাছাড় স্যামসাং এখনো অফিশিয়ালি কিছুই জানায়নি কবে নাগাদ বাজারে আসবে এই স্মার্টফোন দুটি। তবে ধারণা করা হচ্ছে আগামী বছরই হয়তো দেখা যেতে পারে স্যামসাং এর ট্রাইফোল্ড ডিসপ্লের স্মার্টফোনটি। তবে স্যামসাং এর যে এই ধরণের ডিসপ্লে তৈরির সামর্থ্য আছে তা বলার বাকী রাখেনা। তাই স্যামসাং কি তাহলে এই দুটি ডিভাইস বাজারে এনে নতুন চমক দেখতে পারবে? তা অবশ্য সময়ই বলে দিবে।
বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment