মার্কিন নিষেধাজ্ঞার কারণে গুগলের অ্যান্ড্রয়েড এর বিকল্প হিসেবে কিছুদিন আগেই নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস ২.০ এর ঘোষণা দেয় চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়ে। ইতোমধ্যে নির্দিষ্ট কিছু ডিভাইজ যেমন; Huawei P40 Pro ও Mate 30 MatePad Pro এর জন্য হারমোনি ওএস ২.০ এর বিটা ভার্সন চালু করেছে হুয়াওয়ে। কোম্পানি অফিশিয়ালি কনফার্ম করেছে যে, ২০২১ সালে বাজারে আসতে যাওয়া সকল হুয়াওয়ে স্মার্টফোনে থাকবে হারমোনি ওএস।
এদিকে সংবাদ সম্মেলন শেষে হারমোনি ওএস অপারেটিং সিস্টেমে চলিত একটি স্মার্টফোনের ডেমো দেখায় হুয়াওয়ে। যেখানে লক্ষ্য করা যায় যে, হারমোনি ওএস দেখতে ও লুক এন্ড ফিল অনেকটা হুয়াওয়ের কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন ইএমইউআই এর মতই। কেবল অপারেটিং সিস্টেম বাদে ইউজার ইন্টারফেস এবং কন্ট্রোল হুবহু থাকায় তা দেখে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করছেন হুয়াওয়ে ফ্যানসরা। তবে সম্প্রতি হুয়াওয়ে জানিয়েছে, আগামী ইএমইউআই এর থেকে সম্পূর্ণ আলাদা হবে হারমোনি ওএস।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস সফটওয়্যার প্রেসিডেন্ট ‘ওয়াং চেংলু’ বলেছেন, প্রায় বিগত পাঁচ বছর ধরে হারমোনি ওএস নিয়ে কাজ করছে হুয়াওয়ের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম। হারমোনি ওএস এর প্রোগ্রামিং কাঠামো এব্বং এর ড্রাইভার থেকে শুরু করে ফ্রেমওয়ার্ক পর্যন্ত প্রায় সকল ধাপই অ্যান্ড্রয়েড এর থেকে আলাদা করে ডেভেলপ করা হয়েছে। ‘ওয়াং চেংলু’ আরও বলেন, অ্যান্ড্রয়েড’কে রিপ্লেস করতে হারমোনি ওএস এর জন্ম হয়নি। বরং তাদের লক্ষ্য অ্যান্ড্রয়েড’কে ছাড়িয়ে পরবর্তী প্রজন্মের জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করা।
হারমোনি ওএস ২.০ উল্লেখযোগ্য ফিচারস;
- সম্পূর্ণ নতুন ইন্টারফেস, ডেভেলপার দের জন্য ৫০+ ইউআই কন্ট্রোল।
- উইন্ডোজ এবং ম্যাক প্ল্যাটফর্ম কম্প্যাটিবল টুলচেইন ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স।
- ডেভেলপারদের সুবিধার্থে ৪০+ স্যাম্পল কোড।
- মাল্টিপল ডিভাইসের জন্য র্যাপিড মাইগ্রেশন ফিচার । যাতে প্রতিটি ডিভাইসে আলাদা অ্যাপ ইনস্টলেশন প্রয়োজন না হয়।
- স্ট্যান্ডার্ড ইনপুট মেথড ফ্রেমওয়ার্ক সাপোর্ট।
- স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেম ইন্টারফেস।
- বাধাহীন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক।
- মাল্টিপল ডিভাইসে রিয়েল টাইম ডাটা সিনক্রোনাইজেশন।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment