গত কয়েক দিন ধরে গুজন উড়ে বেড়াচ্ছে যে, ২০২৪ সল্ নাগাদ সেল্ফ ড্রাইভিং ইলেক্ট্রনিক গড়িয়ে বাজারে আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই সংবাদকে কেন্দ্র করে টেসলার প্রধান নির্বাহী ‘ইলন মাস্ক’ সম্প্রতি এক টুইট বার্তায় বলেন, “টেসলা মডেল ৩ প্রোগ্রামের খারাপ সময়ে তিনি টিম কুকের সাথে দেখা করতে গিয়েছিলাম এই ভেবে যে অ্যাপল টেসলাকে অধিগ্রহণ করতে পারে কিনা সে বিষয়ে আলাপ করতে। অ্যাপলের কাছের টেসলার বর্তমান মূল্যের এক দশমাংশ দামে বিক্রি করার ইচ্ছা ছিলো আমার। কিন্তু টিম কুক আমার সাথে বৈঠক করতে রাজি হননি।”।
এদিকে সাম্প্রতিক রিপোর্ট বলছে, অ্যাপলের প্রজেক্ট টাইটান প্রকল্পের আওতায় এই গাড়িটি কোনো গাড়ি হবে না, এটি হবে একটি চালকবিহীন ইলেকট্রিক গাড়ি। সংবাদ মাধ্যম রয়টার্স এর রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সাল থেকে সেল্ফ ড্রাইভিং প্রযুক্তির এই ইলেকট্রিক গাড়িটির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছিলো অ্যাপলের ২০০ জন সদস্যের ইঞ্জিনিয়ার টিম। ওই রিপোর্টে আরও বলা হয়, ২০১৪ সাল থেকে এ ধরণের স্বচালিত গাড়ি তৈরির পরিকল্পনা করছিলো অ্যাপল।
বলা হচ্ছে ২০২৪ সাল নাগাদ প্রস্তুত হয়ে বাজারে আসতে পারে অ্যাপলের টাইটান প্রজেক্টের এই গাড়িটি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, এই গাড়িটি লিথিয়াম আয়ন ব্যাটারির পরিবর্তে এলএফপি বা লিথিয়াম আয়রন ফসফেট টেকনোলজির “ন্যানোসেল” ডিজাইনের নিজস্ব ব্যাটারি ব্যবহার করবে অ্যাপল, যা ব্যাটারির ব্যয়কে হ্রাস করার পাশাপাশি গাড়ির ড্রাইভিং রেঞ্জকেও উল্লেখযোগ্য পরিমানে প্রসারিত করবে এবং ব্যাটারিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রুক্ষ করবে।
তাছাড়া যেহেতু এই গাড়িটি কোনো সেলফোন বা ছোট কষ্ট গ্যাজেট না তাই গাড়ির সাপ্লাই চেইন খোঁজাও কোনো সহজ কাজ নয়, বিশেষ করে অ্যাপলের মতো কোম্পানির জন্য। সুতরাং এখনো জানা যায়নি যে অ্যাপেলের এই গাড়ি অ্যাসেম্বেল করবে কোন কোম্পানি। এছাড়া এটিও নিশ্চিত নয় যে অ্যাপল ব্র্যান্ডের গাড়ি বাজারে আসবে নাকি শুধুমাত্র সিস্টেমটিতে শুধু অ্যাপলের সফটওয়্যার ও লোগো থাকবে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment