চলতি বছরে স্মার্টফোন বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং এর জন্য ২০২০ সালটি বেশ সুখকর হওয়ার কথা। ২০২০ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে মার্কেট ডমিনেট করার পর এবার তৃতীয় প্রান্তিকে এসে নতুন রেকর্ড গড়েছে স্যামসাং। চলতি বছরের থার্ড কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর মাসে) গত ছয় বছরের মুনাফার রেকর্ড ভেঙেছে প্রতিষ্ঠানটি। রিপোর্ট অনুযায়ী এ সময়ে ৩০ শতাংশ বেশি লাভের মুখ দেখেছে স্যামসাং। শুধু তাই নয়, বরাবরের মতোই স্মার্টফোন বাজারে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে স্যামসং।
সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে অফিসিয়ালি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ৩য় প্রান্তিকে স্মার্টফোন বিভাগে গ্লোবাল মার্কেট ৩২.৩ শতাংশ প্রফিট শেয়ার অর্জন করতে সক্ষম হয়েছে স্যামসাং, যা ২০১৯ সালের ৩য় প্রান্তিক থেকে ১৮.৮ শতাংশ বেশি। এর আগে সর্বশেষ ২০১৪ সালে স্যামসাং এমন সফলতার মুখ দেখেছিলো। তখন ৩৭.৯ শতাংশ প্রফিট শেয়ার অর্জন করেছিল স্যামসাং। রিপোর্ট অনুযায়ী, বিগত ছয় বছরে এটিই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ মুনাফা, যদিও ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩৭.৯ শতাংশ প্রফিট শেয়ার ছিল স্যামসাংয়ের।
এছাড়া একই সাথে ভারতের বাজারে শাওমি এবং আমেরিকায় অ্যাপলকে ছাড়িয়ে টপ সেলিং স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠেছে স্যামসাং। তবে অনেকেই শাওমির ২য় স্থানে নেমে আসার জন্য সম্প্রতি ভারত-চীন সংঘাতকে কেন্দ্র করে ভারতে চীনবিরোধী মনোভাবকে দায়ী করছেন। তবে স্যামসাং, ভারত ও আমেরিকায় প্রথম হলেও গ্লোবাল মার্কেটে এখনো চালকের আসন এখনো অ্যাপলের দখলেই রয়েছে।
কেননা প্রফিট শেয়ারের কথা বললে সবার উপরে অবস্থান করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। বর্তমানে গ্লোবাল মার্কেটে ৬০.৫ শতাংশ প্রফিট শেয়ার নিয়ে লাভজনক স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও গত বছরের তুলনায় এই লাভের পরিসংখ্যান কিছুটা কমেছে, আগের বছর অ্যাপলের প্রফিট শেয়ার ছিল ৬৬.৯ শতাংশ। অন্যদিকে স্যামমোবাইল একটি রিপোর্ট থেকে জানা যায়, গত বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের অপারেটিং মার্জিন ১১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।
বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment