দিনকে দিন আধুনিক থেকে আধুনিকতর ও শহজলোভ্ হচ্ছে প্রযুক্তি। একদিকে প্রযুক্তি যেমন আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ করে করে দিচ্ছে,অন্যদিকে প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে সাইবার ক্রাইম এর প্রবণতাও বাড়ছে। হ্যাকারদের আক্রমণের হাত থেকে বাঁচতে আমরা হয়তো অনেকেই বিভিন্ন স্মার্ট ডিভাইজের ওয়েব ক্যামের ওপর টেপ লাগিয়ে রাখতে দেখেছি যখন তারা সেসব ডিভাইজ ব্যবহার করেন না। মূলত সিকিউরিটি ইস্যুর জন্য কারণেই অনেকেই এমন করে থাকে। যদিও বর্তমানে বিভিন্ন ম্যানুফাকচারাররা ল্যাপটপ এবং বিভিন্ন স্মার্ট ডিসপ্লেতে শাটারযুক্ত ক্যামেরা ব্যবহার করছেন এই নিরাপত্তা ইস্যুর জন্য।
তবে স্মার্টফোনে যদি আপনি এই সুবিধা পেতে চান তাহলে সেটিংস এ গিয়ে ক্যামেরা এক্সেস দেয়া অ্যাপগুলোর এক্সেসিবিলিটি বন্ধ করে দিতে পারেন, অথবা ক্যাভিয়ারের নতুন কাস্টম iPhone 12 Pro Stealth ডিভাইজটি কিনে ফেলতে পারেন, যার কোনো ক্যামেরা নেই! আপনার নিশ্চই জানা আছে প্রতিবছরই বিশ্বের সবথেকে দামী কাস্টম মেইড আইফোন তৈরি করে থাকে রাশিয়ান ভিত্তিক বিলাসবহুল এক্সারসরিজ নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। সোনা, হীরা, রুবি – সবকিছুই থাকে ক্যাভিয়ারের লিমিটেড এডিসনের কাস্টম মেইড এক্সপেন্সিভ আইফোনগুলোতে।
তবে এবার নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ভিন্নধর্মী আইফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। তাদের নতুন এই iPhone 12 Pro Stealth এডিশনে নেই কোনো রিয়ার ক্যামেরা এমনকি বন্ধ করে দেয়া হয়েছে ফোনটির ফ্রন্ট ও ফেইস আইডির জন্য থাকা ইনফ্রারেড ক্যামেরা সেন্সরটিও। ক্যাভিয়ারের জানিয়েছে, হাই প্রফেশনাল সিকিউরিটি বেইজড কিছু কোম্পানিকে লক্ষ্য রেখে এই ক্যামেরাবিহীন স্মার্টফোন গুলো তৈরি করা হয়েছে। মূলত সিকিউরিটির দিক থেকে খুবই তৎপর এসব প্রতিষ্ঠানগুলো এ ধরণের স্মার্টফোনের বিশেষভাবে অর্ডার দিয়ে থাকে।
ক্যাভিয়ারের নতুন iPhone 12 Pro Stealth ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে, একটি হলো ব্ল্যাক এবং অপরটি গোল্ড ভার্সন। কাস্টম মেইড লিমিটেড এডিশনের এই ফোনগুলোর দাম শুরু হচ্ছে ৪,৯৯০ ডলার থেকে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা। ক্যামেরাবিহীন স্মার্টফোন? ব্যাপারটা অদ্ভুত মনে হলেও এটি একেবারে অস্বাভাবিক নয়। ২০১৫ সালের Blackberry Classic এর স্পেশাল এডিশন এবং আরো আগে Nokia E51 স্মার্টফোনে ক্যামেরা ছিল না, যা তাদের রেগুলার ভার্সনে ছিল।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment