এইচএমডি গ্লোবাল মালিকানাধীন ফিনল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নোকিয়া শীগ্রই বাজারে আনতে যাচ্ছে কয়েক মাসেই বাজারে আসা Nokia 5.3 এর পরবর্তী সংস্করণ Nokia 5.4। রিপোর্ট অনুযায়ী, Nokia 5.4 ফোনটি তার পূর্বসূরির তুলনায় অনেক বেশী গুণমান এবং ফিচার সম্পন্ন হবে। এমনকি এই ডিভাইজটি Nokia 7.3 5G এর সাথে এই বছরের শেষ পর্বে লঞ্চ হবে বলে নোকিয়ামোব এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাছাড়া ইতমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন রিটেইল সাইটে Nokia 5 সিরিজের আপকামিং এই ফোনটি তালিকাভুক্ত হয়েছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার দুই জনপ্রিয় রিটেলার সাইট, Acquire এবং Aus Shop IT তে দেখা গিয়েছে Nokia 5.4 মডেলটি। সেখানে ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে ৩৪৯ অট্রেলিয়ান ডলার, (প্রায় ২১,৭০০ টাকা) প্রাইজ ট্যাগের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩৭১ অট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৩,১৯০ টাকা। ওয়েবসাইটের Nokia 5.4 ব্লু এবং পার্পল রঙের দুটি কালার ভেরিয়েশন দেখা গিয়েছিলো।
নোকিয়াপাওয়ারইউজারের এই রিপোর্ট অনুযায়ী, Nokia 5.4-এ থাকবে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং ডিসপ্লের উপর থাকবে পাঞ্চ-হোল ক্যামেরা কাট-আউট। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকমের মিড-রেঞ্জার স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। তাছাড়া Nokia 5.4 এর পেছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে তা নিশ্চিত, তবে কত মেগাপিক্সেলের সেন্সর থাকবে তা জানা যায়নি।
রিউমার অনুসারে, Nokia 5.4 ফোনটি দুটি বিকল্পে স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ হবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (ওয়েবসাইটেও তাই দেখা গেছে)। এছাড়া অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ এর ব্যবহার করা হতে পারে। রিটেইলারদের কাছে এখনও স্মার্টফোনটি কবে পাওয়া যাবে বা স্পেসিফিকেশন কি এ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো সামনে আসেনি। অন্যদিকে Nokia 5.4 এর পাশাপাশি খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে নোকিয়ার 6, 7 ও 9 সিরিজের আপকামিং ফোন এবং ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ বাজারে আসবে Nokia C1 Plus ডিভাইজটিও।
বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment