প্রাইভেসি পলিসি সংক্রান্ত পরিবর্তনের কারণে গত কিছু দিন ধরে ঢের সমালোচনার সম্মুখীন মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন প্রাইভেসি পলিসির সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সারা বিশ্ব জুড়েই। অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই সরে এসেছে এই অ্যাপ ব্যবহারে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন অন্যান্য ম্যাসেজিং প্লাটফর্মগুলো। বিশ্বের সবচেয়ে বড় ধনী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান আহ্ববানে Signal নামক ম্যাসেজিং অ্যাপটির ওপর বেশি ঝুঁকছেন ব্যবহারকারীরা।
এমনকি গণহারে অতিরিক্তি ডাউনলোডের চাপ সামলাতে না পেরে কিছুক্ষনের জন্য ডাউন হয়ে পড়েছিল এই অ্যাপটি। এদিকে সম্প্রতি অ্যাপ অ্যানালিটিক্স ফার্ম ‘সেন্সর টাওয়ার’ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এর নীতিমালা পরিবর্তনের ঘোষণা আসার পর, অর্থাৎ গত দু’সপ্তাহে দিনে অ্যাপটির ডাউনলোড রেট বেড়েছে ১১৪৬৮৩ শতাংশ। তাছাড়া এইমুহূর্তে অ্যাপল ও গুগল এর অ্যাপ স্টোরে সবচেয়ে জনপ্রিয় ফ্রি অ্যাপে পরিণত হয়েছে সিগন্যাল।
অন্যদিকে খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে সিগনাল অ্যাপ ব্যবহারে বিড়ম্বনাও বেড়েছে। ইদানিং বার্তা পাঠাতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। এ ব্যাপারে সিগনাল জানিয়েছে, সম্প্রতি ব্যাপক হারে ডাউনলোড হওয়ায় কারিগরি সমস্যা দেখা দিয়েছে। নতুনভাবে সিগনালে যুক্ত হওয়া ১০ লক্ষাধিক ব্যবহারকারী বার্তা পাঠাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তাদের সমস্যা সমাধান করে দেয়া হয়েছে।
প্রাইভেসি পলিসি পরিবর্তনের ঘোষণার সাড়া বিশ্বের ন্যায় বাংলাদেশেও হোয়াটসঅ্যাপ ব্যবহারে মুখ ফিরিয়ে নিচ্ছেন ইউজাররা। ফেসবুক মালিকানাধীন এই অ্যাপটির বিকল্প হিসেবে দেশে জনপ্রিয়তা বাড়ছে তুরস্ক ভিত্তিক ভিডিও কলিং ও ম্যাসেজিং অ্যাপ ‘বিআইপি’। প্লে স্টোর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডের র্যাংকিং বিবেচনা করে দেখা যাচ্ছে যে, বিআইপি ডাউনলোড মাত্র কয়েকদিনের ব্যবধানে ৯২ ধাপ এগিয়ে সবার শীর্ষে উঠে এসেছে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment