দিনকে দিন স্মার্টফোন ল্যাপটপ সহ বিভিন্ন আইওটি পণ্যের সহজলভ্যতার কারণে বিশ্বজুড়ে বেড়েই চলেছে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা। বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে স্মার্টফোন ও ইন্টারনেট ইউজারদের সংখ্যা। বর্তমান মর্ডার্ন যুগের স্মার্টফোন বা ল্যাপটপ ইউজাররা ইন্টারনেটে নিজেদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে অভ্যস্ত হয়ে সময়ের সাথে। এমনকি এমনকি তরুণদের জন্য ইন্টারনেট ছাড়া দিনের কয়েকটা ঘন্টা কাটানো যেন এক প্রকার অসম্ভবই বলা চলে।
এছাড়া সাম্প্রতিক সময়ের মানুষের জীবন যাত্রা অনেকটা ইন্টারনেটের ওপর নির্ভর হয়ে পড়ায় এর ফলও ভোগ করতে হচ্ছে মাঝেমাঝে। অনেকেই মূলত সহজে মনে রাখার জন্য কিংবা অলসতার কারণেই হোক, প্রায় সময়েই সোশ্যাল মিডিয়া ও ব্যাংকিং ওয়েবসাইট সহ বিভিন্ন প্লাটফর্মে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, যার ফলে নিয়মিত প্রতারণারণার স্বীকারও হচ্ছেন সাধারণ জনগণ। ২০২১ সালে এসেও মানুষ নিজেদের পাসওয়ার্ড সম্পর্কে সচেতন নন।
এদিকে বরাবরের ন্যায় এবারো ২০২০ সালে সর্বাধিক ব্যবহৃত অসুরক্ষিত পাসওয়ার্ড এর তালিকা প্রকাশ করেছে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ নর্ডপাস (NordPass)।
নর্ডপাস এর তালিকা অনুসারে সবচেয়ে দুর্বল ৫০টি পাসওয়ার্ড;
- ১. picture1
- ২. senha
- ৩. Million2
- ৪. aaron431
- ৫. evite
- ৬. jacket025
- ৭. omgpop
- ৮. qqww1122
- ৯. qwer123456
- ১০. unknown
- ১১. chatbooks
- ১২. 20100728
- ১৪. Bangbang123
- ১৫. jobandtalent
- ১৬. Default
- ১৭. 123654
- ১৮. ohmnamah123
- ১৯. zing
- ২০. 102030
- ২১. 147258369
- ২২. party
- ২৩. myspace1
- ২৪. asd123
- ২৫. a123456789
- ২৬. 1111
- ২৭. a801016
- ২৮. 12341234
- ২৯. 101010
- ৩০. princess1
- ৩১. 987654
- ৩২. love
- ৩৩. 25251325
- ৩৪. iloveu1
- ৩৫. 686584
- ৩৬. hunter
- ৩৭. password123
- ৩৮. 123456789a
- ৩৯. naruto
- ৪০. 888888
- ৪১. 1234qwer
- ৪২. 147258
- ৪৩. 999999
- ৪৪. 159357
- ৪৫. 88888888
- ৪৬. 789456123
- ৪৭. anhyeuem
- ৪৮. 1q2w3e
- ৪৯. 789456
- ৫০. 6655321
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment