বিগত বছরগুলো মোবাইল চার্জিং টেকনোলজিতে বৈপ্লবিক পরিবর্তন দেখেছে বিশ্ব। ওয়্যারলেস চার্জিং থেকে শুরু করে বর্তমানে ১২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি বাজারে এনেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এদের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে শাওমি। মোবাইল চার্জিং প্রযুক্তিতে একের পর আধুনিক উদ্ভাবনের পর সম্প্রতি ওয়্যারলেস চার্জিং টেকনোলজির এক নতুন দিগন্তের সূচনা করেছে চীনা টেক জায়ান্ট শাওমি।
সম্প্রতি চীনে শাওমি লঞ্চ করেছে ‘Mi Air Charge’ নামের একটি নতুন রিমোর্ট চার্জিং প্রযুক্তি। নতুন এই টেকনোলজির কল্যানে ওয়্যারলেস চার্জার থেকে কয়েক মিটার (র্নির্দিষ্টভাবে দূরত্ব উল্লেখ করা হয়নি) দূরত্ব থেকেই স্মার্টফোন’কে চার্জ করা সম্ভব হবে। এতে ফোনকে তারের মাধ্যমে চার্জারের সাথে যুক্ত করার প্রয়োজন হবেনা। অর্থাৎ শাওমির এই নতুন ওয়্যারলেস চার্জিংটি অনেকটা ওয়াইফাই রাউটার এর মতো কাজ করবে, যা তারবিহীন ভাবে নির্দিষ্ট রেঞ্জে অদৃশ্যে (বাতাসে) একসাথে একাধিক ডিভাইজ চার্জ করতে সক্ষম হবে।
এক ব্লগ পোস্টে শাওমি জানিয়েছে, তাদের নতুন এই চার্জের সঙ্গে কিউআই মানের কোনো সম্পর্ক নেই। স্মার্টফোনে ‘বিল্ট-ইন বিকন অ্যান্টেনা সহ ছোট আকারের অ্যান্টেনা অ্যারে’ এবং ‘রিসিভিং অ্যান্টেনা অ্যারে’ থাকবে। চার্জিং ট্রান্সমিটার থেকে আসা মিলিমিটার তরঙ্গ সংকেতকে বদলে নেবে স্মার্টফোনের ১৪টি অ্যান্টেনা। ‘রেক্টিফায়ার সার্কিটের’ মধ্য দিয়ে তরঙ্গটিকে বিদ্যুত শক্তিতে বদলে নেওয়া হবে। সবমলিয়ে এই চার্জারটি তারবিহীনভাবে ৫ ওয়াট পর্যন্ত চার্জিং আউটপুট দিতে পারবে।
স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড, এবং অন্যান্য পরিধেয় প্রযুক্তির সঙ্গে ‘Mi Air Charge’ কাজ করবে বলে জানিয়েছে শাওমি। তবে, প্রযুক্তিটি কবে নাগাদ বাজারে আসবে, তা এখনও জানা যায়নি। তবে শুধুমাত্র শাওমি নয়, লেনোভো-ও একই ধরণের নেক্সট জেনারেশন ওয়্যারলেস চার্জিং টেকনোলজির ওপর কাজ করছে। ইতোমধ্যে লেনোভো ওয়েইবোতে নিজেদের নতুন ট্রু ওয়্যারলেস প্রযুক্তির একটি ভিডিও শেয়ার করেছে। Lenovo এই এয়ার চার্জিং টেকনোলজির নাম দিয়েছে ‘Motorola One Hyper’।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment