গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেইওয়ানপ্লাস থেকে সরে আসার ঘোষণা দেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই। এর কারণ হিসেবে তিনি বলেন, নিজস্ব একটি প্রজেক্ট চালু করতেই এই সিদ্ধান্ত নেন তিনি। অবশেষে গত ২৭’শে জানুয়ারি তিনি ঘোষণা দেন তার নতুন প্রজেক্ট এর। শুনতে অদ্ভুত হলেও কার্ল পেই তার নতুন কোম্পানির নাম রেখেছেন “Nothing”! নাথিং নামের কোম্পানিটির পেছনে কার্ল পেই এর সাথে আরও আছেন স্ট্রিমিং সার্ভিস টুইচ এর সহ-প্রতিষ্ঠাতা ‘কেভিন লিন’, অ্যাপল আইপডের আবিষ্কারক ‘টনি ফেডেল’ এবং রেডিট এর সিইও ‘স্টিভ হফম্যান’ এর মত হয় প্রোফাইল ব্যক্তিত্ব।
নাথিং এর ওয়েবসাইট নিজেদের “লন্ডন ভিত্তিক কনজ্যুমার টেকনোলজি কোম্পানি” বলে দাবি করা হয়েছে। অর্থাৎ এটি অন্যান্য সাধারণ ব্র্যান্ডের মতই সরাসরি গ্রাহকদের জন্য পণ্য তৈরি করবে। তবে তারা কি ধরণের কনজ্যুমার পণ্য আনতে চলেছে সেটি এখনো পরিষ্কার করে না জানালেও কোম্পানি নিশ্চিত করেছে যে, এই বছরের প্রথমার্ধেই নাথিং এর “স্মার্ট ডিভাইস” আসতে চলেছে। একই সাথে তারা জানিয়েছে, নাথিং এর প্রোডাক্ট লাইনআপ বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত থাকবে।
সম্প্রতি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও কার্ল পেই বলেন, “নাথিং এর লক্ষ্য হলো, সাধারণ মানুষ এবং টেকনোলজি এর মদ্ধকার ব্যবধানকে সরিয়ে ফেলা, যাতে প্রতিটি মানুষই আধুনিক প্রযুক্তিকে ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে ব্যবহার করতে পারে।” তাছাড়া নাথিং কোম্পানিটি ওয়ানপ্লাসের মতো কোনো প্যারেন্ট কোম্পানির ছায়ায় তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কার্ল পেই জানান, নাথিং হচ্ছে সম্পূর্ণ স্বাধীন একটি স্টার্টআপ। অন্য কোনো বড় কোম্পানির ছত্রছায়ায় এটি তৈরি হয়নি।
We rethought everything and came up with #Nothing. pic.twitter.com/VSz905Kgug
— Nothing (@nothing) January 27, 2021
নাথিং কোম্পানিটি প্রাথমিকভাবে কি ধরণের ডিভাইস আনতে চলেছে জানতে চাইলে সে ব্যাপারেও কোনো মন্তব্য করেননি কার্ল পেই। তবে তিনি জানিয়েছেন, নাথিং এর সর্বশেষ লক্ষ্য হলো বিভিন্ন ক্যাটাগরির স্মার্ট ডিভাইসকে একটি ইকোসিস্টেম এ নিয়ে আসা। কার্ল পেই এর নতুন স্টার্টআপ নাথিং কি ধরণের পণ্য বাজারে আনবে সেটি এখনো পরিষ্কার না হলেও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, আগামীতে স্মার্ট অডিও ডিভাইস এর মাধ্যমেই যাত্রা শুরু করতে পারে নাথিং। এখন দেখার অপেক্ষা গ্রাহকদের জন্য কি চমক নিয়ে আসতে যাচ্ছে তারা।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment