প্রাইভেসি পলিসি সংক্রান্ত পরিবর্তনের কারণে গত কিছু দিন ধরে ঢের সমালোচনার সম্মুখীন মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন প্রাইভেসি পলিসির সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সারা বিশ্ব জুড়েই। অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই সরে এসেছে এই অ্যাপ ব্যবহারে, বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন অন্যান্য ম্যাসেজিং প্লাটফর্মগুলো। কিন্তু ব্যবহারকারীদের প্রবল চাপে পড়ে ডেটা শেয়ারিং সম্পর্কিত ওই আপডেটটি আপাতত পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, তারা নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সিদ্ধান্ত ১৫ মে, ২০২১ পর্যন্ত স্থগিত করতে যাচ্ছে। এছাড়াও ৮ ফেব্রুয়ারি পর কারো অ্যাকাউন্ট ডিলিট করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছে তারা। ৮ ফেব্রুয়ারি ছিল ডেটা শেয়ারিং সংক্রান্ত আপডেট গ্রহণের শেষ সময়সীমা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, জনমানসে প্রাইভেসি এবং সিকিউরিটি সংক্রান্ত ভুল ধারণা ভাঙানোর জন্য বিষয়টি স্থগিত রাখা হল।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে জানানো হয় যে, হোয়াটসঅ্যাপ একটি সহজ ধারণার উপর তৈরী, আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে যা শেয়ার করেন তা আপনাদের মধ্যেই থাকে। এর মানে হল আমরা সবসময় এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে আপনার ব্যক্তিগত কথোপকথন রক্ষা করি, যাতে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কেউই এই ব্যক্তিগত ম্যাসেজগুলো দেখতে পারে না। আমরা আপনার শেয়ারকৃত লোকেশনও কখনও দেখতে পাইনা না এবং আমরা ফেসবুক এর সাথে আপনার কন্ট্যাক্ট শেয়ার করি না।”
এর পর এই আপডেট সম্পর্কে হোয়াটসঅ্যাপ বলেছে, এটা একটি ব্যবসায়িক পরিষেবা। এ ক্ষেত্রে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ম্যানেজ করতে, তথ্য চালাচালিতে সুবিধা হবে। ব্যবসায়িক ব্যবহার আরও সহজ করতেই ওই আপডেট বলে সাফাই হোয়াটয়অ্যাপের। এদিকে প্রাইভেসি পলিসি সংক্রান্ত পরিবর্তনের ঘোষণার পর সারা বিশ্বই জনপ্রিয় এই অ্যাপটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষোভ ঝাড়ছেন নেটিজনেরা।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment