বৈশ্বিক ওয়েব সার্চ ইঞ্জিন বাজারে প্রায় ৯২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় সার্চ ইঞ্জিনের খেতাব ধরে রেখেছে গুগল। কোম্পানির দাবি, প্রতি দিন প্রায় ৩.৫ বিলিয়ন (৩৫০ কোটি) এবং প্রতি বছর প্রায় ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) সার্চ হয়ে থাকে গুগলে। এদিকে সারা বিশ্বে কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে প্রতিবছর তার একটি তালিকা প্রকাশ করে গুগল।
এরই ধারাবাহিকতায় কিছুদিন আগেই ‘Year In Search 2020’ প্রজেক্টে গ্লোবাল সার্চের পাশাপাশি আলাদা আলাদা দেশ ভেদে ২০২০ সালে সর্বাধিক সার্চ হওয়া কি-ওয়ার্ডগুলোর তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। যদিও গত বছর বাংলাদেশের শীর্ষ সার্চ তালিকা এখনও প্রকাশ না করলেও বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে গুগল। ১২টি শ্রেণিতে ২০২০ সালের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সর্বাধিক সার্চ;
- ১. করোনাভাইরাস
- ২. ইলেকশন রেজাল্ট
- ৩. কোবি ব্রায়ান্ট
- ৪. জুম
- ৫. আইপিএল
গেইম;
- ১. অ্যামাং আস
- ২. ফল গাইস: আলটিমেট নকআউট
- ৩. ভেলোরান্ট
- ৪. জেনশিন ইমপ্যাক্ট
- ৫. দ্য লাস্ট অফ আস
ব্যাক্তিত্ব;
- ১. জো বাইডেন
- ২. কিম জং উন
- ৩. বরিস জনসন
- ৪. কমলা হ্যারিস
- ৫. টম হ্যাংকস
অভিনয় শিল্পী;
- ১. টম হ্যাংকস
- ২. জোয়াকিন ফিনিক্স
- ৩. অমিতাভ বচ্চন
- ৪. রিকি জার্ভিস
- ৫. জেডা পিঙ্কেট স্মিথ
ক্রীড়াবিদ;
- ১. রায়ান নিউম্যান
- ২. মাইকেল জর্ডান
- ৩. টাইসন ফিউরি
- ৪. টম ব্র্যাডি
- ৫. মাইক টাইসন
লিরিক্স;
- ১. ডাব্লিউএপি
- ২. স্যাভেজ লাভ
- ৩. গুবা
- ৪. স্কেচার্স
- ৫. ডায়নামাইট
মুভি;
- ১. প্যারাসাইট
- ২. ১৯১৭
- ৩. ব্ল্যাক প্যান্থার
- ৪. ৩৬৫ ডেইজ
- ৫. কন্টাজিওন
টিভি শো;
- ১. টাইগার কিং
- ২. বিগ ব্রাদার ব্রাজিল
- ৩. মানি হাইস্ট
- ৪. কোবরা কাই
- ৫. দ্য আমব্রেলা অ্যাকাডেমি
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment