ঘোষণা অনুযায়ী অনলাইনে অনুষ্ঠিত Galaxy Unpacked 2021 ইভেন্টে লঞ্চ হয়ে গেলো স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ Galaxy S21 সিরিজ। বরাবরের মতোই এই সিরিজে তিনটি মডেলের নতুন স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। ফোন তিনটি হচ্ছে; Samsung Galaxy S21 5G, Galaxy S21+5G ও Galaxy S21 Ultra 5G। তিনটি ফোনেই থাকছে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ বা এক্সিনস ২১০০ চিপসেট (মার্কেট অনুযায়ী বিভিন্ন হবে)।
এছাড়াও Galaxy S21 5G ও Galaxy S21+5G মডেলে থাকছে আইপি৬৮ রেটিং, ট্রিপল রিয়ার ক্যামেরা, ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ইনফিনিটি O ডিসপ্লে। অন্যদিকে Galaxy S21 Ultra 5G ফোনটিতে রয়েছে S পেন সাপোর্ট, কোয়াড রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। উল্লেখ্য, এবারের Galaxy S21 সিরিজের ফোনগুলোর রিটেল বক্স থেকে চার্জিং অ্যাডাপ্টারসরিয়ে নিয়েছে স্যামসাংও।
Galaxy S21 সিরিজ প্রাইজিং;
Galaxy S21 5G
- ৮ জিবি + ১২৮ জিবি = ৭৯৯ ডলার (প্রায় ৬৮,০০০ টাকা)
Galaxy S21+5G
- ৮ জিবি + ১২৮ জিবি = ৯৯৯ ডলার (প্রায় ৮৪,০০০ টাকা)
Galaxy S21 Ultra 5G
- ১২ জিবি + ১২৮ জিবি = ১,১৯৯ ডলার (প্রায় ১,১৬,০০০ টাকা)

একনজরে – Galaxy S21 5G
ডিসপ্লে-
- ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস, ডায়নামিক অ্যামোলেড
- ১২০ হার্জ রিফ্রেশ রেট, এইচডি আর ১০+, ১৩০০ নিটস
- ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজ্যুলেশন
- ৪২১ পিপিআই
- কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- এক্সিনোজ ২১০০ (ইন্টারন্যাশনাল)
- স্ন্যাপড্রাগন ৮৮৮ (ইউএসএ/চীন.কোরিয়া)
- অ্যান্ড্রয়েড ১১, ওয়ান ইউআই ৩.১
মেমোরি-
- ৮ জিবি (র্যাম)
- ১২৮ / ২৫৬ জিবি (স্টোরেজ)
- এসডি কার্ড স্লট নেই
ক্যামেরা-
- ৬৪ + ১২ + ১২ মেগাপিক্সেল (রিয়ার)
- ১০ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার
- ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- ফেস আনলক
- আন্ডার-ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট (আল্ট্রাসনিক)

একনজরে – Galaxy S21+ 5G
ডিসপ্লে-
- ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস, ডায়নামিক অ্যামোলেড
- ১২০ হার্জ রিফ্রেশ রেট, এইচডি আর ১০+, ১৩০০ নিটস
- ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজ্যুলেশন
- ৩৯৪ পিপিআই
- কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- এক্সিনোজ ২১০০ (ইন্টারন্যাশনাল)
- স্ন্যাপড্রাগন ৮৮৮ (ইউএসএ/চীন.কোরিয়া)
- অ্যান্ড্রয়েড ১১, ওয়ান ইউআই ৩.১
মেমোরি-
- ৮ জিবি (র্যাম)
- ১২৮ / ২৫৬ জিবি (স্টোরেজ)
- এসডি কার্ড স্লট নেই
ক্যামেরা-
- ৬৪ + ১২ + ১২ মেগাপিক্সেল (রিয়ার)
- ১০ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৪,৮০০ মিলি অ্যাম্পিয়ার
- ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- ফেস আনলক
- আন্ডার-ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট (আল্ট্রাসনিক)

একনজরে – Galaxy S21 Ultra 5G
ডিসপ্লে-
- ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস, ডায়নামিক অ্যামোলেড
- ১২০ হার্জ রিফ্রেশ রেট, এইচডি আর ১০+, ১৫০০ নিটস
- ১৪০০ x ৩২০০ পিক্সেল রেজ্যুলেশন
- ৫১৫ পিপিআই
- কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- এক্সিনোজ ২১০০ (ইন্টারন্যাশনাল)
- স্ন্যাপড্রাগন ৮৮৮ (ইউএসএ/চীন.কোরিয়া)
- অ্যান্ড্রয়েড ১১, ওয়ান ইউআই ৩.১
মেমোরি-
- ১২ / ১৬ জিবি (র্যাম)
- ১২৮ / ২৫৬ / ৫১২ জিবি (স্টোরেজ)
- এসডি কার্ড স্লট নেই
ক্যামেরা-
- ১০৮ + ১২ + ১০ + ১০ মেগাপিক্সেল (রিয়ার)
- ৪০ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার
- ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- ফেস আনলক
- আন্ডার-ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট (আল্ট্রাসনিক)
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment