ঘোষণা অনুযায়ী সম্প্রতি চীনে লঞ্চ হয়ে গেলো চীনা টেক জায়ান্ট ভিভোর গেমিং কেন্দ্রিক সাব-ব্র্যান্ড আইকু এর বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 7। Xiaomi Mi 11 এর এর বিশ্বের দ্বিতীয় ডিভাইজ হিসেবে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে বাজারে এসেছে iQOO 7 স্মার্টফোনটি। এছাড়া টপ নচ সকল ফ্ল্যাগশিপ ফিচারই রয়েছে এই ফোনটিতে, যার মধ্যে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থিত অ্যামোলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
iQOO 7-এ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ফোনটির ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি, ফোনটির ৪,০০০ এমএএইচ ব্যাটারী ০-১০০% পর্যন্ত ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট। যদিও এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আক্রন আইকু জানিয়েছে, iQOO 7-এ ব্যবহার করা হয়েছে ২,০০০ এমএএইচ ক্যাপাসিটির দুটি ব্যাটারি সেল, যার ফলে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং লোড খুব সহজেই সামলে নিতে পারবে ফোনটি। তাছাড়া ফোনটির রিটেইল বক্সেই ১২০ ওয়াট এর ফ্ল্যাশ চার্জার প্রোভাইড করবে কোম্পানি।
iQOO 7 প্রাইজিং;
- ৮ জিবি + ১২৮ জিবি – ৩,৭৯৮ ইউয়ান (প্রায় ৪৯,০০০ টাকা)
- ১২ জিবি – ২৫৬ জিবি – ৪,,৯৮ ইউয়ান (প্রায় ৫৫,০০০ টাকা)
একনজরে – iQOO 7
ডিসপ্লে-
- ৬.৬২ ইঞ্চি এফএইচডি প্লাস, অ্যামোলেড ডিসপ্লে
- ১২০ হার্জ রিফ্রেশ রেট
- ২,৪০০ x ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন
- ৯১.৪% স্ক্রিন টু বডি রেশিও
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- স্ন্যাপড্রাগন ৮৮৮
- অ্যাড্রেনো ৬৬০
- অ্যান্ড্রয়েড ১১, অরিজিন ওএস
মেমোরি-
- ৬ / ৮ জিবি (র্যাম)
- ১২৮ / ২৫৬ জিবি (স্টোরেজ)
- এসডি কার্ড স্লট নেই
ক্যামেরা-
- ৪৮ + ১৩ + ১৩ মেগাপিক্সেল (রিয়ার)
- ১৬ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার
- ১২০ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- সফটওয়্যার বেজড ফেস আনলক
- ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment