ইতোপূর্বে চাইনিজ টেক জায়ান্ট শাওমির স্মার্টফোন বিস্ফোরণ নিয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া গেলেও তাদেরফিটনেস ওয়্যারেবল ডিভাইজ লাইনআপ Mi Band নিয়ে অভিযোগ অনেকটাই হাতেগোনা। স্বল্প খরচে প্রায় সব ধরণের ফিটনেস সচেতন ফিচার দেয়াতে শাওমির Mi Band এর জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে এবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হয়তো ভাটা পড়তে পারে গত বছর বাজারে আসা শাওমির ব্যাপক জনপ্রিয় Mi Band 5 এর জনপ্রিয়তায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে মিশেল কস্তা নামের একজন ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন, ‘চার্জে থাকা অবস্থায় তার Mi Band 5 ডিভাইজটি বিস্ফোরিত হয়ে আচমকাই আগুন ধরে যায়। ভুক্তভুগি বলেছেন, তিনি কোম্পানির দেওয়া বক্সে থাকা ক্যাবল এবং একটি সাধারণ ৫ ভোল্ট/১ অ্যাম্পিয়ার চার্জিং অ্যাডাপ্টার দিয়ে ডিভাইজটি চার্জ করে থাকেন।
ড্যামেজ হয়ে যাওয়া ডিভাইজটির ছবি সহ রেডিট পোস্টে মিশেল কস্তা লিখেছেন যে, তিনি প্রতিদিনের মত সেদিনও তার Mi Band 5 কে টেবিলের উপর রেখে চার্জ করছিলেন, এবং বিস্ফোরণের পরই তিনি ব্যান্ডটিকে চার্জার থেকে আলাদা করে মেঝেতে ফেলে দেন। এরপর তিনি পা দিয়ে ব্যান্ডটি চেপে ধরেন। ছবিতে ভাঙা গ্লাসগুলো মূলত সজোরে ফেলে দেয়ার ফলেই হয়েছে বলে জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, হার্ডওয়্যারজনিত কোনো ত্রুটির জন্যই এমন বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মিশেল কস্তা তাৎক্ষণিকভাবে শাওমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এটি তারা অ্যামাজন এর মাধ্যমে ফেরত নিয়ে রিপ্লেস করে দিবে বলে নিশ্চিত করেছেন। সৌভাগ্যবশত শাওমির স্মার্টফোনে বিস্ফোরণের অভিযোগ খুবই কম। হার্ডওয়্যার কিংবা ব্যাটারির ত্রুটির কারণে একটি ডিভাইস সাধারণত বিস্ফোরণ হয়ে থাকে। তাছাড়া বিচ্ছিন্ন কিছু বিস্ফোরণ এর জন্য ব্যবহারকারীর উদাসীনতা অনেকাংশে দায়ী থাকে। মনে আসছে নিশ্চই? সর্বশেষ Galaxy Note 7 এর বিস্ফোরণ কে কেন্দ্র করে স্যামসাং কে ১৭ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছিলো।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment