২০১৮ সালে Pocophone F1 দিয়ে রাজকীয় যাত্রা শুরু করেছিল শাওমির প্রাক্তন সাব-ব্র্যান্ড পোকো। দীর্ঘ দুই বছর বিরতি দিয়ে ২০২০ সালে বাজারে কামব্যাক করলেও আইকনিক Poco F1 এর সাক্সেসর POCO F2 এখনো বাজারে আনেনি পোকো। তবে ফ্যানসদের আক্ষেপ দূর করতে ২০২১ সালের ফ্যানসদের জন্য দারুন সুখবর নিয়ে এসেছে পোকো। সম্প্রতি কোম্পানির টুইটার হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্ট থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, অবশেষে চলতি বছরই আসতে চলেছে বহুল প্রতীক্ষিত POCO F2।
The stage is set! The fun has begun! Let us get ready to take it to the next level!
Excited? You should be, coz the next year is going to be even crazier.
While we enjoy, let us look back at everything we've achieved together! Thank you
pic.twitter.com/K0432jSj8B
— POCO India (@IndiaPOCO) December 31, 2020
২০২০ সালে পোকোর সকল সাফল্যের কথা ভিডিও আকারে বর্ণনা করা হয়েছে ওই টুইট পোস্টে। বিশেষ করে কাগজে-কলমে শাওমি থেকে আলাদা হয়ে স্বাধীন ব্র্যান্ড হিসেবে পোকোর আত্মপ্রকাশের পর তাদের পাশে থাকার জন্য গ্রাহকদেরকে ধন্যবাদ জানিয়েছে পোকো। এবং এই ভিডিওটির শেষে কয়েক সেকেন্ডের জন্য স্লাইডের ফাঁকে ‘Thank you for..’ ‘The F2’ লিখাটি দেখা গিয়েছে। এখন থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে, পরবর্তী POCO F2 নিয়ে জোরে-সরে কাজ করছে পোকো, চলতি বছরের প্রথম প্রান্তিকেই ফোনটি বাজারে আনার পরিকল্পনা করছে কোম্পানি।
এদিকে POCO F2 এর অনুষ্ঠানিক ঘোষণার অনেক আগে থেকেই অনলাইনে লিক হতে শুরু হয়েছে ফোনটির সম্ভব্য স্পেসিফিকেশন্স। রিপোর্ট অনুযায়ী, POCO F2-র মডেল নম্বর K9A এবং ফোনটির কোডনাম করবেট (Courbet) রাখা হয়েছে। ফোনটিতে থাকতে পারে ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থিত অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে ৪,২৫০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং রিভার্স চার্জিং টেকনোলজি দেখা যেতে পারে। এছাড়া, POCO F2’তে স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট এবং রিয়ার কোয়াড-ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে জানা গিয়েছে।
রিউমার অনুসারে, POCO F2 নয়, শাওমির এক সময়ের সাথী পোকো এই বছর আরও বেশ কয়েকটি নতুন ফোন, ইয়ারবাড, ল্যাপটপ ইত্যাদি প্রোডাক্ট বাজারে আনবে বলে শোনা যাচ্ছে। তাছাড়া ২০২০ সালে পোকো সাফল্যের কথা বলতে গেলে বলতেই হয় যে, গত বছর বিশ্বজুড়ে কোম্পানিটি প্রায় ১,০০০,০০০-এরও বেশি স্মার্টফোন বিক্রি করেছে। এসব মডেলের মধ্যে ছিল POCO X2, POCO F2 Pro, POCO M2 Pro, POCO M2, POCO X3, POCO C3 এবং POCO M3-র মত ডিভাইজ।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment