গত ডিসেম্বরে স্ন্যাপড্রাগন ৮৮৮ লঞ্চ ইভেন্ট শেষেই জনপ্রিয় চীনা স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড রিয়ালমি ঘোষণা দেয় তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের। ইতোমধ্যেই স্ন্যাপড্রাগন ৮৮৮ সমর্থিত রিয়ালমির আপকামিং এই ফোনটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে প্রযুক্তি পাড়ায়। চলতি সপ্তাহ থেকে বেশ কিছু রিউমারও সামনে এসেছে এই ফোনটি নিয়ে। এরই ধারাবিকতায় এবার সম্প্রতি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির জন্য ডেডিকেটেড একটি ওয়েইবো অ্যাকাউন্ট তৈরি করেছে রিয়ালমি।
কিছুটা অদ্ভুত শোনালেও রিয়ালমির আসন্ন এই ফ্ল্যাগশিপের নাম হতে চলেছে ‘Realme Koi’। ইতিমধ্যে বিভিন্ন টিপস্টারের মাধ্যমে ফোনটির ছবি এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে অনালাইনে। লিক হওয়া তথ্য অনুযায়ী, Realme Koi-এ স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে থাকছে ৬৪ মেগাপিক্সেল মেইন সেন্সর সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে আরও থাকবে রিয়ালমির ১২৫ ওয়াট এর আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তি, যা ৪,০০০ এমএএইচ ব্যাটারিকে ৫ মিনিটে ০% থেকে ৪১% এবং ২০ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।
রিউমার অনুসারে, ফোনটিতে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি আরও হাই রিফ্রেশ রেট ডিসপ্লে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০। এছাড়াও স্ন্যাপড্রাগন ৮৮৮ এর পাশাপাশি এতে থাকছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন। লিক হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফোনটির পিছনে বড় করে রিয়ালমির অফিশিয়াল স্লোগান ‘DARE TO LEAP’ লেখা রয়েছে। Realme Koi এর অফিশিয়াল টিজারেও এই স্লোগানটি লেখা ছিলো।
এদিকে এসকল স্পেসিফিকেশন কিছুদিন আগে লিক হওয়া ‘Realme Race’ এর সাথে হুবহু মিলে যায়। তবে Realme Race-এ ভেগান লেদার ব্যবহার করা হবে বলে জানা গিয়েছিলো। তাই অনেকে ধারনা করছেন, Realme Koi এর স্পেশাল এডিশন হতে পারে ‘Realme Race নামের ডিভাইজটি। ধারনা করা হচ্ছে রিয়েলমির নতুন সিরিজের এই ফোনটি আগামী বছরের প্রথম কোয়ার্টারে মুক্তি পাবে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment