২০২১ সাল শুরু হতে না হতেই নতুন বছরকে কেন্দ্র করে নিজেদের সেরা স্মার্টফোন আনার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো। শাওমি ইতিমধ্যে লঞ্চ করেছে Xiaomi Mi 11। স্যামসাংও প্রস্তুতি নিচ্ছে Galaxy S21 বাজারে আনার। এরই ধারাবাহিকতায় অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকার প্রচেষ্টায় এবার নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K40 বাজারে আনার আভাস দিয়েছে শাওমির প্রাক্তন সাব-ব্র্যান্ড রেডমি।
সম্প্রতি ওয়েইবোতে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে রেডমি জেনারেল ম্যানেজার লু ওয়েবিং নিশ্চিত করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই আসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত Redmi K40 স্মার্টফোন। এটি হবে রRedmi K30 Pro এবং Redmi K30 Pro Zoom এর সরাসরি উত্তরসূরী। ওয়েইবোতে Redmi K40 এর টিজার পোস্ট করেছেন লু ওয়েবিং, যেখানে ফোনটির দাম এবং স্পেসিফিকেশন এর উপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে।
জানা গিয়েছে Redmi K40’তে ব্যবহার করা হবে ৫ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮৮৮। চিপসেটের চিপসেট এর পাশাপাশি এতে থাকবে আগের থেকে আপগ্রেডেড তথা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থিত ওলেড ডিসপ্লে। ফোনটিতে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল ব্যাটারী এর সাথে আরও থাকবে সুপার আপডেটেড ফাস্ট চার্জিং সমর্থন। এছাড়া কিছুদিন আগে অনলাইনে লিক হয়েছিল Redmi K40 এর রেন্ডার ইমেজ, যেখানে দেখা গিয়েছিলো ফোনটির ডিজাইনে এবার খানিকটা পরিবর্তন আনতে যাচ্ছে শাওমি।
বলা হচ্ছে Redmi K40 এর মূল আকর্ষণ হবে এর দাম। অফিসিয়াল টিজারে জানানো হয়েছে আপকামিং Redmi K40 ফোনটির দাম Redmi K30 এর মতই হবে। ওয়েইবোতে প্রকাশিত পোস্টারে দেখানো হয়েছে Redmi K40 এর দাম হবে ২,৯৯৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০,০০০ টাকা। এই প্রাইজিংয়ে ফোনটি অ্যানাউন্স হলে এটি হবে স্ন্যাপড্রাগন ৮৮৮ চালিত সবথেকে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। আগামী মাসেই বাজারে আসছে হবে Redmi K40, তবে এর লঞ্চ ডেট এখনো কনফার্ম করা হয়নি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment