খুব সম্ভবত চলতি মাসেই চীনা স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস বাজারে আনতে যাচ্ছে এ বছরের নতুন স্মার্টফোন লাইনআপ OnePlus 9 সিরিজ। গুঞ্জন রয়েছে এই সিরিজে এবার তিনটি মডেলের নতুন স্মার্টফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাসের আপকামিং এই ফোনগুলো হতে পারে – OnePlus 9 Pro, OnePlus 9 ও OnePlus 9R। আরও জানা গিয়েছে একই সাথে এবার নিজেদের স্মার্টওয়াচও উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানি।
এদিকে বরাবরের মতোই লঞ্চের আগে ইতোমধ্যে অনলাইনে লিক হয়েছে আপকামিং এই ফোন দুটির সাম্ভাব্য স্পেসিফিকেশন ও রেন্ডার ডিজাইন। এছাড়া জানা গিয়েছে সুইডেনের জনপ্রিয় ক্যামেরা নির্মাতা হ্যাসেলব্লাড (hasselblad) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে ওয়ানপ্লাস।
উল্লেখ্য, কিছুদিন আগেই ওয়ানপ্লাস সিইও পিট লাউ জানিয়েছিলেন, ওয়ানপ্লাস এবার তাদের ফোনের ক্যামেরার দিকে বিশেষ মনোযোগ দিবে। ধারণা করা হচ্ছে তারই অংশ হিসেবে এবার হ্যাসেলব্লাড এর সাথে চুক্তি করেছে তারা। আশা করা যায়, এবার ক্যামেরা সেকশনে গ্রাহকদের নতুন কিছু উপহার দিতে পারবে ওয়ানপ্লাস।
OnePlus 9 Pro সাম্ভাব্য স্পেসিফিকেশন;
- ৬.৬৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড
- ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে
- স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট
- ১২ জিবি র্যাম / ১২৮ জিবি স্টোরেজ
- ৪৮ মেগাপিক্সেল (Sony IMX689)
- ১২ বিট রো ক্যাপচার
- হ্যাসেলব্লাড কোলাবোরেশন
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment