বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যাটেল ফিল্ড অনলাইন মোবাইল গেম মনে করা হয়ে থাকে PUBG (Player Unknown’s Battlegrounds)। PUBG Mobile এর ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এবার এর সিক্যুয়েল (পরবর্তী কিস্তি) বাজারে আনার ঘোষণা দিয়েছে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান Krafton Inc। গত সপ্তাহেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য গুগল প্লে স্টোরে PUBG : New State নামের এই নতুন গেমটির প্রি-রেজিস্ট্রেশন চালু করেছে কোম্পানি।
গেমটির নির্মাতা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, PUBG : New State-এ আলট্রা রিয়ালিস্টিক গ্রাফিক্স, ফিউচারিস্টিক ল্যান্সক্যাপ, ডায়নামিক গেমপ্লে, নতুন ম্যাপ, নতুন ভেহিকেল, এবং আপডেটেড অস্ত্র সহ ড্রোন, কমব্যাট রোলের মতো ফাংশন থাকবে। তাছাড়া এই গেমটি সম্পূর্ণ রেগুলার PUBG Mobile মোবাইলের মতোই হবে। PUBG : New State গেমটিকে মূলত পাবজি মোবাইল এর দ্বিতীয় সংযোজন কিংবা PUBG Mobile 2.0 বলা যেতে পারে।
অন্যদিকে এবার PUBG Mobile এর মতো PUBG : New State গেমের ডিস্ট্রিবিউশনের জন্য চীনা ভিত্তিক টেনসেন্ট এর সাথে পার্টনারশীপ করেনি Krafton Inc। এতে করে যেসব দেশে চীন দ্বন্দ্বের কারণে PUBG Mobile নিষিদ্ধ ছিল সেসব দেশে PUBG : New State গেমটি চালু করে দেওয়া হতে পারে। যদিও পার্শবর্তী দেশ ভারতে এখনো পাবজি মোবাইল এর দ্বিতীয় সংযোজন অর্থাৎ PUBG : New State রিলিজের ছাড়পত্র পায়নি গেমটির নির্মাতা প্রতিষ্ঠান।
যাইহোক নতুন গেমটি আপাতত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই প্রি-রেজিস্ট্রেশনের জন্য গুগল প্লে স্টোরে উপলব্ধ। অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরবর্তী ভার্সনে এই গেমটি ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া গেমটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শীগ্রই আইওএস ইউজারদের জন্য অ্যাপ স্টোরেও ছাড়া হবে PUBG : New State গেমটি। তাছাড়া সম্প্রতি PUBG : New State এর একটি টিজার ভিডিও প্রকাশ করেছে কোম্পানি। ভিডিওতে গেমটির গ্রাফিক্স, স্টোরি ও গেমপ্লে হাইলাইট করা হয়েছে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment