ভারত-চীন দ্বন্দ্বের জেরে ভারতে জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম পাবজি মোবাইল ব্যান হয়েছে প্রায় মাস ছয় এক হতে চলেছে। এর মধ্যে জনপ্রিয় এই গেমটির ভারতে ফিরে আসা নিয়ে পানি কম ঘোলা হয়নি। বিভিন্ন সময়ে অসংখ্য প্রতিবেদন এসেছে ভারতে হয়তো আবারও স্বমহিমায় ফিরে আসতে পারে পাবজি মোবাইল। কিন্তু সময়ের সাথে তার সবগুলোই ভুল প্রমাণ হয়। এ নিয়ে একপর্যায়ে ভারতের মোবাইল গেমিং কমিউনিটি পাবজি মোবাইলের আশা ছেড়ে দিলেও হঠাৎ করেই নতুন একটি সংবাদ তাদের মনে সম্ভাবনার আলো জ্বালিয়েছে।
মূল পাবজি গেমের নির্মাতা প্রতিষ্ঠান Krafton জানিয়েছে, তারা আপাতত পাবজি মোবাইলের সিক্যুয়েল PUBG : New State নামের একটি নতুন গেম বাজারে আনতে ব্যস্ত সময় পার করছে। তবে জানা গিয়েছে, দূর্ভাগ্যবশত এই গেমটিরও ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও ক্র্যাফটন কর্তৃপক্ষ জানায় যে, ভারতে মূল পাবজি মোবাইল গেমটিই খুব শীঘ্রই ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা।
ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কয়েক দফায় আলোচনায় ও বসেছে ক্র্যাফটন। ক্র্যাফটন এর একজন কর্মকর্তা জানান, ” ভারতের জন্যই বিশেষভাবে তৈরি পাবজি মোবাইল আনতে যাচ্ছে তারা। এদিকে পাবজি মোবাইলের সিক্যুয়েল পাবজি : নিউ স্টেট গেমটি আপাতত ভারতের বাজারে রিলিজ দেওয়ার ছাড়পত্র পায়নি ক্র্যাফটন। আর তাই এই গেমটির প্রি-রেজিস্ট্রেশন থেকেও ভারতকে আলাদা রাখা হয়েছে।”
অন্যদিকে সম্প্রতি ভারতে গেমটির রি-লঞ্চ করার জন্য উদগ্রীব হলেও, সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রক প্রয়োজনীয় আলোচনায় বসতে রাজি নয়। রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগে একটি বক্তৃতা চলাকালীন সময়ে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাভড়েকার এই জনপ্রিয় গেমটিকে হিংসাত্মক বলে উল্লেখ করেন। তাছাড়া এই গেমটির জন্য তরুণ প্রজন্মের মধ্যে আসক্তি বাড়ছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment