হুয়াওয়ের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর থেকেই ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে চীনা প্রতিষ্ঠানটি। কিছুদিন আগেও স্মার্টফোন বাজারে শীর্ষ স্থানে থাকা এই ব্র্যান্ডটির অবস্থান এখন ষষ্ঠ। মাকিন নিষেধাজ্ঞার পর বিশেষ করে হুয়াওয়ের ঘরের বাজার চীনে ছিলো এর একচ্ছত্র আধিপত্য, কিন্তু এখন হুয়াওয়ের এই দুঃসময়ের সুযোগ লুফে নিচ্ছে অন্যান্য চীনা কোম্পানিগুলো। সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চ এর একটি প্রতিবেদনে থেকে এমন তথ্যই সামনে এসেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চ এর মতে, চীনের বাজারে হুয়াওয়ের অবস্থান দখল করেছে চীনা টেক জায়ান্ট অপ্পো। ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত বাজারের ২১ শতাংশ দখল নিয়েছে চীনের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড এর খেতাব অর্জন করেছে অপ্পো। যা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ওপ্পোর সর্বোচ্চ অর্জন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অপ্পোর সিস্টার কোম্পানি ভিভো। এসময়ে যাদের মার্কেট শেয়ার ছিলো ২০ শতাংশ। অন্যদিকে ১৬% শেয়ার নিয়ে শাওমি এবং অ্যাপল যথাক্রমে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চ এর রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় অপ্পোর বিক্রি প্রায় ৩৩ শতাংশ এবং ২০২০ সালের জানুয়ারির তুলনায় প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, চীনা অপ্পোর এই সফলতার পিছনে তাদের Reno 5 সিরিজের যথেষ্ট অবদান রয়েছে। মূলত আগের প্রজন্মের তুলনায় Reno 5 সিরিজের দাম ১০% কম হওয়ায় এই ক্যাটাগরিতে বেস্টসেলার এর খেতাব পেয়েছে সিরিজটি। এছাড়া একক স্মার্টফোন এর তালিকায়ও অপ্পো শীর্ষস্থান ধরে রেখেছে। ৩০০ ডলার প্রাইস ক্যাটাগরিতে Oppo A72 5G ডিভাইজটি সবথেকে বেশি বিক্রি হয়েছে।
অন্যদিকে হুয়াওয়ের অবস্থা এখন ক্রমশই খারাপ হচ্ছে। ২০২০ সালের শেষ প্রান্তিকে বড় একটি ধ্বসের মুখে পড়ার পর সাব-ব্র্যান্ড অনারকে বিক্রির ঘোষণা হুয়াওয়ের শেয়ারদরকে আরও কমিয়ে দিয়েছে। এই মূহুর্তে হুয়াওয়ে বাজারে এন্ট্রি লেভেল এবং মিডরেঞ্জ এর সবধরনের স্মার্টফোন উৎপাদন বন্ধ রেখেছে। এখন থেকে শুধুমাত্র Huawei P সিরিজ এবং Huawei Mate সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার চিন্তা করছে সংস্থাটি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment