বিশ্বের নেতৃস্থানীয় টেক কোম্পানি অ্যাপলের যেসব পণ্য বাজারে আসে তার প্রায় প্রতিটিই প্রযুক্তি বিশ্বে একরকম আলোড়ন তৈরি করতে সক্ষম হয়। অ্যাপলের নিজস্ব ইকোসিস্টেম ব্যবহারকারীরা প্রায় সবদিক থেকেই অ্যাপলের প্রতি সন্তুষ্ট থাকলেও একটি ক্ষেত্রে তাদের অনেকেই খুশি নন ইউজাররা। আর সেটি হলো অ্যাপল ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি। তবে এবার হয়তো অ্যাপল ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ নিয়েও অভিযোগ করার দিন শেষ হয়ে আসছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস সম্প্রতি অ্যাপলের একটি নতুন প্রযুক্তির তথ্য প্রকাশ করেছে। অ্যাপল সম্প্রতি ব্যাটারি সংক্রান্ত তিনটি পেটেন্ট আবেদন করেছে। এগুলো হলো – ব্যাটারি লাইফ বাড়ানোর প্রযুক্তি, ব্যাটারি কেসিং সংক্রান্ত প্রযুক্তি এবং ব্যাটারি লিকেজ শনাক্তকরণ প্রযুক্তি। যা ডিভাইসের আকার কমিয়ে আনার পাশাপাশি ব্যবহারকারীর নিরাপত্তাও সুনিশ্চিত করবে।
প্রথম পেটেন্ট-এ অ্যাপল বিশেষভাবে US Department of Energy এর নাম উল্লেখ করেছে। অর্থাৎ অ্যাপলের পাশাপাশি মার্কিন সরকারের ক্ষেত্রেও সরাসরি এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। এতে ব্যাটারি ইলেকট্রোডের উপর সাধারণ অ্যালুমিনা কোটিং ব্যবহার না করে লিথিয়াম-আয়ন অক্সাইডের সাথে ল্যান্থানাম এবং টাইটানিয়াম এর কোটিং ব্যবহার করা হয়েছে। অ্যাপলের মতে, এই কোটিং এর বিশেষ সুবিধা হলো, এটি সাধারণ কোটিং এর থেকে ভালো ব্যাটারি ক্ষয় রোধ করতে সক্ষম। এই প্রযুক্তি আইফোন, আইপ্যা , অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি এবং ম্যাকবুক এ ব্যবহারের পরিকল্পনা রয়েছে অ্যাপলের।
দ্বিতীয় পেটেন্ট-এ অ্যাপল একটি ধাতব ব্যাটারি কেস এর ব্যবহার বর্ণনা করেছে। এই ধাতব কেসটি ডিভাইসের বোর্ডের সাথেই সংযুক্ত থাকবে। ফলে ডিভাইসের অভ্যন্তরীণ কোনো ক্ষতি না করেই নতুন ব্যাটারি ব্যবহার করা সম্ভব হবে। অ্যাপলের তৃতীয় পেটেন্ট মূলত ব্যাটারি নিরাপত্তা সংক্রান্ত। ব্যাটারি লিকেজ কিংবা ফুলে উঠলে স্বয়ংক্রিয় ভাবেই তাকে থামানক্র কিংবা এর নিয়ন্ত্রণে রাখার প্রযুক্তি এটি।
আর এই প্রযুক্তি বর্তমানে স্মার্টফোন থেকে শুরু করে ইলেক্ট্রিক গাড়ি পর্যন্ত প্রতিটি ব্যাটারিচালিত পণ্যেই সমান গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তি রাসায়নিক পরিবর্তন, কিংবা শব্দতরঙ্গ ব্যবহার করে ব্যাটারির কোনো সমস্যা শনাক্ত করলে প্রয়োজনমাফিক ব্যাটারি চার্জিং ক্যাপাসিটি বা চার্জিং স্পিডকে কমিয়ে দিতে কিংবা ক্ষেত্রবিশেষে থামিয়েও দিতে সক্ষম হবে এটি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment